স্পোর্টস ডেস্ক : স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬ হাজারের বেশি রান ও ৪০০ এর বেশি উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েছেন সাকিব। তবে দ্রুততম বিবেচনায় ব্রাভোর চেয়ে কম ম্যাচ খেলে সাকিব এই রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন।
৫ হাজার ৯৮৫ রান নিয়ে বৃহস্পতিবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বলে ২৪ রান করে ফেরেন সাজঘরে। এ ইনিংস খেলার পথে স্বীকৃত ক্রিকেটে ৬ হাজার রান পেরিয়ে যান সাকিব।
৩৬৮ ম্যাচে ৩৩৯ ইনিংসে সাকিবের মোট রান ৬ হাজার ৯। এ ফরম্যাটে অনেক আগেই সাকিবের উইকেট ৪০০ ছাড়িয়েছে। ৩৬১ ইনিংসে তার উইকেট ৪২১টি।
ব্রাভো ৫৪৯ ম্যাচে ৪২৩ ইনিংসে ৬ হাজার ৮৭১ রান করেছেন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন বল হাতে উইকেট নিয়েছেন ৬০৫টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।