স্পোর্টস ডেস্ক: এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হবে না। এটি আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে রবিবার (১১ অক্টোবর) বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সভাপতিকে জানিয়েছেন, ঢাকা লিগ শুরু করা সম্ভব।
বিসিবি সভাপতিও মনে করেন, ঢাকা লিগ আয়োজন করা সম্ভব। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর আগামী মাসের মাঝামাঝি পাঁচ দলের টি-২০ টুর্নামেন্টের পর হবে ঢাকা লিগ। সম্ভাব্য ভেন্যু হতে পারে বিকেএসপি ও কক্সবাজার।
বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচের বিরতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, দুই সপ্তাহ আগে আমি প্রস্তাব দিয়েছিলাম ঢাকা লিগ নিয়ে। রবিবার (১১ অক্টোবর) সুজন (খালেদ মাহমুদ) নিশ্চিত করে বলল এটা সম্ভব। সে যখন বলেছে সম্ভব, তখন সম্ভব। আমার ধারণা, আমরা করতে পারব।
১২ দলকে এক জায়গায় করে লিগ শেষ করা কঠিন। ক্লাবগুলো এতে সায় দেবে না। এজন্য বিকেএসপি বা কক্সবাজারের মতো জায়গা খুঁজছে বোর্ড।
বিসিবি সভাপতি বলেন, আমাদের প্রধান সমস্যা এক জায়গায় সবাইকে জৈব সুরক্ষা বলয়ে রেখে ম্যাচ খেলানো। ক্লাবগুলো দামি হোটেলে ক্রিকেটারদের রাখতে পারবে না। তাই বিকল্প নিয়ে ভাবছি। বিকেএসপি ভালো অপশন। দেখতে হবে বিকেএসপি খালি আছে কি না। সেখানে একসঙ্গে তিনটি ম্যাচ খেলানো যাবে। এই সিরিজ সফলভাবে করার পর টি ২০ টুর্নামেন্ট করব। এরপর ঢাকা লিগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।