Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home টি-২০ বিশ্বকাপ: ভারত-পাক ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা
    ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

    টি-২০ বিশ্বকাপ: ভারত-পাক ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা

    জুমবাংলা নিউজ ডেস্কOctober 22, 20214 Mins Read
    ফাইল ছবি
    Advertisement

    স্পোর্টস ডেস্ক: ভারত-পাক ক্রিকেট ম্যাচ মানেই টানটান উত্তেজনা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি না ছাড়ার মনোভাব এবং দুই দেশের কোটি কোটি ক্রিকেট ফ্যানের আবেগের বিস্ফোরণ। সেজন্যই এই ম্যাচের গুরুত্ব ও তাৎপর্য আলাদা।

    আগামী রবিবার আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে ভারত ও পাকিস্তান। এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর এই উত্তজনা যে কতটা বাড়ে, ম্যাচ শুরুর পর সমর্থকদের আবেগের বিস্ফোরণ যে কোন জায়গায় পৌঁছায়, তা মাপার মতো কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি।

    ম্যাচ বাতিলের দাবি

    পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ থাকলেই ভারতে তা বাতিল করার দাবি ওঠে। তোলেন, মূলত রাজনীতিকরা। এবারেও তার অন্যথা হয়নি। বিজেপি, আপ, আরপিআই নেতারা ম্যাচ বাতিলের দাবি জানিয়েছেন। তবে বিসিসিআই-ও জানিয়ে দিয়েছে ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই।

    কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ কিশোরের দাবি, ”ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো নয়। তাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে সিদ্ধান্ত আরেকবার খতিয়ে দেখা হোক।” আরেক কেন্দ্রীয় মন্ত্রী ও আরপিআই নেতা রামদাস আঠাবলে বলেছেন, ”পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত নয় ভারতের। কারণ, প্রতিবেশী দেশ এখনো শিক্ষা নেয়নি। পাকিস্তান কাশ্মীরের উন্নয়ন হতে দিচ্ছে না। তাই ওদের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলা উচিত নয়।” আপ বিধায়ক অতিশি বলেছেন,” আমরা দেখছি, কাশ্মীরে মানুষ আক্রান্ত হচ্ছেন। ভারতের বিরুদ্ধে স্টেট স্পনসরড টেররিজম চলছে। তাই কেন ক্রিকেটের ময়দানে পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত?”

    কিন্তু বিসিসিআইয়ের কর্মকর্তা ও কংগ্রেস নেতা রাজীব শুক্ল বলেছেন, ”কাশ্মীরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু ম্যাচ বাতিল করা হচ্ছে না।”

    ভারত এগিয়ে?

    সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এবং সাবেক পাকিস্তান ক্রিকেটার সেলিম মালিক মনে করেন, এই ম্যাচে ভারতই এগিয়ে। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারত কখনোই পাকিস্তানের কাছে হারেনি।

    এবিপি নিউজকে শেহবাগ বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের উপর চাপ কম থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সবসময়ই পাকিস্তানের তুলনায় ভালো খেলেছে। তার দাবি, খেলার আগে ভারতীয় ক্রিকেটাররা কখনো বড় বড় কথা বলেন না। সেটা আসে পাকিস্তানি ক্রিকেটারদের তরফ থেকে। ভারত সবসময় ভালো করে প্রস্তুতি নেয়। আর ভালো প্রস্তুতি থাকলে ফলাফলও ভালো হয়।

    আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে সেলিম মালিক বলেছেন, কোনো সন্দেহ নেই, পাকিস্তানের তুলনায় ভারত এবার এগিয়ে। আইপিএল খেলার ফলে টি-টোয়েন্টিতে ভারত খুবই ভালো জায়গায় এসে গেছে। ভারতীয় দলকে হারানো খুবই কঠিন। তার মতে, ভারত চাপের মুখে ভেঙে পড়লে অঘটন ঘটতে পারে।

    সেলিম মালিক পাকিস্তান ক্রিকেট কর্তাদের প্রবল সমালোচনা করেছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন, প্রথমে একটা দল বাছা হলো। তারপর সমালোচনা হওয়ায় দল বদলে ফেলা হলো। এটা অর্থহীন। এরকম করলে ক্রিকেটাররা চাপে পড়ে। মালিকের মতে, পাকিস্তানের ব্যাটিং ভরসা হলেন বাবর আজম এবং ফখর জামান।

    পাক নির্বাচকরা আবার প্রবীণ ক্রিকেটার শোয়েব মালিককে দলে নিয়ে এসেছেন। সেলিম মালিক মনে করেন, এতে অভিজ্ঞতা বাড়লেও চাপ আরো বেড়েছে। সবসময় বাদ যাওয়ার চিন্তা মাথায় থাকছে। তার অভিযোগ, ভারতীয় ক্রিকেটাররা দলের জন্য খেলে, আর পাকিস্তানি ক্রিকেটাররা দলে জায়গা ধরে রাখার জন্য খেলে।

    সৌরভের পরামর্শ

    ভারতীয় দলকে আরো পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। কোহলিদের প্রতিভা আছে। তবে তাদের আরো পরিণত হতে হবে। মানসিকভাবে জয়ের জায়গায় পৌঁছতে হবে তাদের।

    রামিজ রাজার চেষ্টা

    ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। সেই প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেট দল যাতে অংশ নেয়, তার জন্য এখন থেকেই উদ্যোগী হয়েছেন রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সৌরভ ও জয় শাহের সঙ্গে কথা বলেছেন রামিজ রাজা। পরে তিনি বলেন, খেলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয়। আমি দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক আবার স্থাপন করার চেষ্টা করছি।

    কিন্তু আমিরাতের মাঠে বিশ্বকাপের আসরে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা একটা ব্যাপার, আর পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার তাৎপর্য আলাদা। বিজেপি সূত্র জানাচ্ছে, দুই দেশের সম্পর্ক যে জায়গায়, তাতে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার প্রশ্ন এখন উঠছে না।

    ক্রিকেট মাঠে ভারত-পাক লড়াই

    ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই অনন্য। পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন বলেছেন, ক্রিকেটের সব চেয়ে বড় দ্বৈরথ অপেক্ষা করে আছে। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ বলেছেন, ভারতীই বিশ্বকাপ জিতবে। সব দিক থেকে ভালো দল। স্মিথের মতে, আইপিএলের শেষ পর্ব দুবাইতে হয়েছে। তাই সব ভারতীয় ক্রিকেটার পরিবেশের সঙ্গে খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।

    ইনজামাম উল হকও একই কথা বলছেন। তিনি বলেছেন, এই উপমহাদেশের উইকেটে ভারত ভয়ংকর দল। ওদের অভিজ্ঞতাও প্রচুর। তার মতে, ভারত-পাক ম্যাচ মানে বিশ্বকাপ ফাইনালের আগে একটা ফাইনাল খেলা হয়ে যাওয়া।  (পিটিআই, এএনআই, রয়টার্স, ডয়চে ভেলে)

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    হামজা দেওয়ান চৌধুরি

    ‘আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম’

    October 14, 2025
    Mirpur

    মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

    October 14, 2025
    এএফসি এশিয়ান কাপ

    ‘জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই’, টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

    October 14, 2025
    সর্বশেষ খবর
    হামজা দেওয়ান চৌধুরি

    ‘আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম’

    Mirpur

    মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

    এএফসি এশিয়ান কাপ

    ‘জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই’, টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

    গভীর সমুদ্রে মৎস্য আহরণ

    গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস

    প্রধান উপদেষ্টা

    জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

    ক্ষতিপূরণ চাইলেন মমতা

    পশ্চিমবঙ্গের বন্যায় ভুটানকে দায়ী করে ক্ষতিপূরণ চাইলেন মমতা

    বায়োমেট্রিক

    মালদ্বীপে বায়োমেট্রিক সম্পন্ন না করলে প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হবে

    বাংলাদেশে সংস্কার অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহ বাড়াবে: অর্থ উপদেষ্টা

    নতুন শুল্ক ঘোষণা

    ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর চীনের কড়া বার্তা

    জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.