বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বয়স ১৬ পার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটির লোগোতে একটি ছোট পাখিকে দেখা যায়। কিন্তু অনেকেই জানে না ওই পাখিটির নাম কী?
টুইটারের লোগোতে যে পাখিটির দেখছের তার নাম ল্যারি। পাখিটির নামের পেছনে অনুপ্রেরণা হলো এক বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব, যার নাম ল্যারি বার্ড। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার ছিলেন। তাকে ‘দ্য হিক ফ্রম ফ্রেঞ্চ লিক’ এবং ‘ল্যারি লেজেন্ড’ নামে ডাকা হয়।
সম্প্রতি শীর্ষ ইলন মাস্ক এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনেছেন। নীল রঙের পাখির লোগো বদলে দিয়েছিলেন তিনি। পাখির পরিবর্তে ডগির ছবিও এনছিলেন তিনি। অবশ্য পরে ছোট পাখিটিই টিকে থাকে টুইটারের লোগোতে।
টুইটারের সহপ্রতিষ্ঠাতা ব্রিজ স্টোন ল্যারি বার্ডের একজন ভক্ত ছিলেন। তার খেলা দেখেই তিনি বড় হয়েছেন। খেলায় এ কিংবদন্তির অবদানকে উদযাপন করার জন্য ব্রিজ স্টোন পাখিটির নামকরণ করেন ল্যারি বার্ডের নামে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।