আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আর কোনো কর্মী ছাঁটাই করা হবে না। এখন নতুন করে কর্মী নিয়োগ দেওয়া হবে। টুইটার কর্মীদের সঙ্গে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।
মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, টুইটারে সাড়ে ৭ হাজার কর্মী ছিলেন।এর মধ্যে দুই-তৃতীয়াংশ কর্মী ইতিমধ্যে ছাঁটাই করেছেন মাস্ক। কর্মী ছাঁটাই নিয়ে তোপের মুখে ছিলেন মাস্ক। তার সমালোচনাও বাড়ছিলো। এরই মধ্যে কর্মী নিয়োগের নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন মাস্ক।
জানা গেছে, ১২০০ প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করায় বিপাকে পড়েন মাস্ক। পরে তাদের ফিরিয়ে আনতে বৈঠক করেন।
দ্য ভার্জ জানায়, টুইটারের প্রকৌশল ও বিক্রয় বিভাগে ইলন কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন। এমনকি সংস্থার অন্য কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন শূন্য পদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধান করতে। যদিও টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শূন্য পদের ঘোষণা দেয়নি।
মাস্ক বলেছেন, যারা সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ, তাদের প্রথম সুযোগ দেওয়া হবে। টুইটারের সদর দপ্তর টেক্সাসে সরানোর গুঞ্জন সম্পর্কে মাস্ক জানিয়েছেন, এখনো সেরকম কোনো চিন্তা-ভাবনা করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।