বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চালু হতে যাচ্ছে গোল্ড ব্যাজ। শিগগিরই আইওএস সংস্করণের জন্য চালু হবে এই পরিষেবা। শুরুতে ব্যবসায়ীদের অফিশিয়াল অ্যাকাউন্টে এই সুবিধা চালু হবে।
ইলন মাস্ক আসার পর থেকেই বন্ধ ছিল টুইটারের প্রিমিয়ার সেবা ‘টুইটার ব্লু’র সাবস্ক্রিপশন। এক মাস বন্ধ থাকার পর সম্প্রতি সেবাটি আবার চালু হয়েছে। ব্লু ব্যাজের পাশাপাশি এখন থাকবে সোনালি রঙের ব্যাজও।
দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সোনালি রঙের ভেরিফিকেশন ব্যাজ দেওয়া হবে।
ব্লু ব্যাজের জন্য খরচ করতে হবে মাসে আট মার্কিন ডলার। যারা ওয়েব থেকে টুইটার ব্যবহার করবেন তাদের জন্য এই হার নির্ধারণ করা হয়েছে। আইওএস বা অ্যাপল থেকে যারা টুইটার ব্যবহার করবেন, তাদের খরচ দিতে হবে মাসে ১১ মার্কিন ডলার।
ব্লু ব্যাজ পেতে হলে অর্থের পাশাপাশি পূরণ করতে হবে প্রতিষ্ঠানটির কিছু শর্তও। অর্থ পরিশোধের পরও প্রয়োজনীয় সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ব্লু ব্যাজ পাওয়া যাবে না। অর্থের বিনিময়ে নীল টিক পেতে হলে অ্যাকাউন্টটি সচল হতে হবে। অর্থাৎ সর্বশেষ ৩০ দিন অ্যাকাউন্ট সচল থাকতে হবে। এছাড়া অ্যাকাউন্ট খোলার ৯০ দিন পার হলেই কেবল নীল ব্যাজ কেনা যাবে। পাশাপাশি মুঠোফোন নম্বর ভেরিফাই করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।