বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউটিউবসহ বেশির ভাগ স্ট্রিমিং প্লাটফর্মেই রয়েছে ভিডিওর গতি বাড়ানো-কমানোর ফিচার। এবার ভিডিও প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণের পরীক্ষা চালাচ্ছে টুইটার।
আপাতত অ্যান্ড্রয়েড আর ওয়েব সংস্করণে এর পরীক্ষা চালানো হবে। ভিডিও যে সোস্যাল সাইটগুলোর মনোযোগের কেন্দ্রে জায়গা করে নিয়েছে, মাইক্রোব্লগিং সাইটটির এ সিদ্ধান্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর দ্য ভার্জ।
গুগল নিয়ন্ত্রণাধীন ইউটিউব আর বিভিন্ন স্ট্রিমিং সাইটে অনেক আগে থেকে দেড় থেকে দ্বিগুণ গতিতে ভিডিও চালানোর মতো সুবিধা থাকলেও এত দিনে টুইটার এর প্রয়োজনীয়তা উপলব্ধি করল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, পরীক্ষামূলক অবস্থায় কোনো ভিডিও দেখার সময় ছোট্ট একটি গিয়ারের মতো দেখা যাবে। এর ওপরে ক্লিক বা ট্যাপ করলে বিভিন্ন স্পিডের অপশন আসবে। টুইটারের ঘোষণা অনুযায়ী এ গতির সীমা স্বাভাবিকের এক-চতুর্থাংশ থেকে শুরু করে দ্বিগুণ পর্যন্ত করা যাবে।
টুইটারের মুখপাত্র জোসেফ ন্যুনেজ জানান, ব্যবহারকারী টুইট করা ভিডিওর গতি এখন চাইলে পরিবর্তন করে দেখতে পারবেন। এছাড়া ভিডিও, ভয়েস টুইট, ডিএমের ভিডিও এবং লাইভ রিপ্লের ভিডিও অ্যামপ্লিফাই করা যাবে।
তিনি আরো বলেন, বর্তমানে অ্যান্ড্রয়েড ও ওয়েভে এ সুবিধা পাওয়া গেলেও ভবিষ্যতে আইওএসেও পরীক্ষামূলক সুবিধাটি দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।