বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোনো টুইটার অ্যাকাউন্টে সরাসরি মেসেজ (ডিএম) পাঠানোর জন্য প্রোফাইলে যেতে হবে না। এখন থেকে টুইট বক্স থেকেই সরাসরি মেসেজ পাঠানো যাবে। এতে মেসেজ পাঠানো সহজতর হলেও অ্যাকাউন্টধারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। খবর দ্য ভার্জ।
টুইটার সাপোর্ট নামে মাইক্রোব্লগিং সাইটটির একটি অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বলা হয়, প্রোফাইলে না গিয়ে টুইট বক্স থেকেই ডিএম পাঠানো যাবে।
অতীতে এ ফিচারের জন্য ব্যবহারকারীরা জোরেশোরে দাবি জানালেও তখন কর্ণপাত করেনি টুইটার। কিন্তু সম্প্রতি আকস্মিকভাবে এ ঘোষণা দেয় তারা। তবে শুরুতে আইওএস ব্যবহারকারী আইপ্যাড ও আইফোনে এ ফিচার পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শেষ হবে বৃহস্পতিবার
নতুন এ ফিচারে মেসেজ পাঠানো সহজতর হলেও অনেকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে কোনো টুইটে সংলাপের চেয়ে সরাসরি মেসেজের মাধ্যমে ব্যক্তিকে হয়রানির সুযোগ বাড়ছে।
সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী ডিএমে হত্যা, অপহরণ ও ধর্ষণের হুমকি পেয়ে আসছেন। এ সময়ে টুইটারের নীতিমালায় পরিবর্তন নিয়ে প্রযুক্তি বিশ্লেষক ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।