বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আরো সহজ করতে এক অভিনব উদ্যোগ নিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। প্রিয় ছয়জনের চ্যাটবক্স পিন করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারে স্ক্রিনের ওপরে অবস্থান করবে প্রিয়জনের চ্যাটবক্সগুলো। খবর টেক টাইমস।
সম্প্রতি ডিএমের জন্য একটি নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে টুইটার সাপোর্ট। এতে অ্যাপের মেসেজ ফিচারে পছন্দকৃত ছয়জনের চ্যাটবক্স ওপরে থাকবে। এতে সহজেই মেসেজিং ট্যাবে প্রিয় মানুষজনের চ্যাটবক্সে প্রবেশ করা যাবে। ফোন ছাড়াও ডেস্কটপ অথবা ব্রাউজার ভার্সনেও এ সুবিধা পাওয়া যাবে।
ব্যবহারকারীদের জন্য অ্যাপ ব্যবহার আরো সহজ করতে এ ফিচার যুক্ত হয়েছে বলে জানিয়েছে টুইটার সাপোর্ট।
এদিকে চ্যাটবক্স পিন করা ছাড়াও ইউটিউব ও রেডিটের মতো ডাউনভোট ফিচার যুক্ত করেছে টুইটার। ব্যবহারকারীর অপছন্দ অথবা ক্ষতিকর টুইটে ডাউনভোট করে তা প্রকাশ করতে পারবে। বিভিন্ন স্বতন্ত্র ফিচারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
পরস্পর যোগাযোগ বাড়াতে ও পছন্দের ব্যক্তিত্বদের সংস্পর্শে থাকতে বিনোদন ও অবসর কাটানোর মাধ্যম হয়ে উঠেছে প্লাটফর্মটি। শিগগিরই আরো নতুন ফিচার যুক্ত করার মাধ্যমে শক্তিশালী অবস্থান ধরে রাখতে চাইছে মাইক্রোব্লগিং সাইটটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।