লাখো ভক্তের বিরাগভাজন হয়েও পপ রাজকুমারী টেইলর সুইফট এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে অনুপস্থিত থাকলেন। বয়ফ্রেন্ডের জন্য এমন অনেক কিছুই করেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন টেইলর সুইফট, ইরাস ট্যুরের সময় যে তিনি আবার ফিরে আসবেন এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে। কাল এ উপলক্ষে যুক্তরাজ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার বদলে ভক্তদের দেখতে হয়েছে টেইলরের রেকর্ড করা ভিডিও বক্তব্য৷ আর এতে বেশ বিরাগভাজন হয়েছেন পপ রাজকুমারী তাঁর ভক্তদের।
জুলাই ২০২৩
এখানেই সত্যিকার অর্থে দৃঢ় হয় এই লাভস্টোরি। ইরাস ট্যুরের মাঝে টেইলর এসময় ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অবস্থান নেন। পাগলপারা সুইফটি ট্রাভিস তখন নিজের ফোন নম্বর লেখা একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট টেইলরকে দিতে যান। চেষ্টাটি ব্যর্থ হয় নানা কারণে। কিন্তু টেইলরের প্রতি আকর্ষণ বাড়ে ট্রাভিসের।
সামার ২০২৩
রাখঢাক বাদ দিয়ে পাকা খেলোয়াড় ট্রাভিস এবার টেইলরের কোর্টেই বল দিয়ে দিলেন। সরাসরি ফোন করে টেইলরকে বললেন, তোমাকে স্টেজ মাতাতে দেখেছি অ্যারোহেডে, এবার তুমি এই অ্যারোহেডেই এসো আমার মাঠ মাতানো দেখতে। টেইলর বেশ অবাক হয়েছিলেন৷ আর সেই সঙ্গে মুগ্ধও।
আগস্ট ২০২৩
এ মাসেই গোঁফ রাখা শুরু করেছিলেন ট্রাভিস। ৮৭ নম্বর জার্সি আর গোঁফের লুকেই প্রথম দেখা করেন তিনি টেইলরের সঙ্গে।
সেপ্টেম্বর ২০২৩
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই সময় থেকেই টেইলর ট্রাভিসের টেক্সটিং ও কথা বলা শুরু হয় জোরেশোরে। তবে ট্রাভিসের আমন্ত্রণ পেয়ে তাঁর মা ডনা কেলসির সঙ্গে বসে ট্রাভিসের খেলা দেখা ও তাঁর জন্য চিয়ার করা টেইলরের দিক থেকে এক বড় পদক্ষেপ ছিল এ সময়ে৷ এখান থেকেই তাঁদের সত্যিকারের ডেটিং শুরু হয়৷
জানুয়ারি ২০২৪
এই জুটির বহুল প্রতীক্ষিত চুম্বনের এক ঝলক দেখতে পায় ভক্তরা নিউ ইয়ার উদযাপনের সময়। এএফসি চ্যাম্পিয়নশিপ জেতার পরেও ট্রাভিস-টেইলরের চুমুর দৃশ্য ভাইরাল হয়ে যায়।
জুন ২০২৪
ইন্সটাগ্রামে অফিসিয়ালি ট্রাভিস ও টেইলরের সেলফি প্রোফাইল পিকচারে দেন পপ রাজকুমারী। আর ট্রাভিস লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টেইলরের সঙ্গে স্টেজে পারফর্ম করেন, যাতে এই জুটিকে সুইফটিদের উচ্ছাস একেবারে বাঁধভাঙা পর্যায়ে চলে যায়।
সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৪
বিয়ের দাওয়াত থেকে শুরু করে ইউএস ওপেনের টেনিস ম্যাচের মতো জায়গায় ডেটে যাওয়া শুরু করেন টেইলর ও ট্রাভিস এবার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জুটি কবে বাগদান বা বিয়ের ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।