জুমবাংলা ডেস্ক : গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে চায়ের দোকানদার থেকে চাঁদা আদায়কালে হারুনুর রশিদ নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয় টি নিশ্চিত করেছেন।
রবিবার (৬ এপ্রিল) সকালে জানান, হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেচ্ছিব্রীজ এলাকায় মৃত জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিনের চায়ের দোকানে গিয়ে নিজেকে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে জরিমানা করা হয়েছে বলে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা লেনদেনকালে পাশে থাকা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন। প্রতারক হারুন কোনও সদুত্তর দিতে না পারায় তাকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি মাউথ স্পিকার, একটি ফোন ও একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. মাজাহারুল ইসলাম জানান, শনিবার বিকালে অস্থায়ী সেনা ক্যাম্প থেকে ফোন দেয়া হলে সঙ্গীয় ফোর্স নিয়ে হারুনুর রশিদ নামে ওই প্রতারককে নিয়ে এসে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সে কক্সবাজার শহরের স্টেডিয়াম পাড়ার শফিউল আলমের পুত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।