কক্সবাজারের টেকনাফ ও উখিয়া ব্যাটালিয়নের বিজিবির যৌথ অভিযানে নাফ নদী সংলগ্ন ফিশারি ঘাট থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—টেকনাফের মৃত সৈয়দ আমিরের ছেলে মো. সাদেক (১৯) এবং জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত কবির আহমেদের ছেলে আনাছ (৪০)।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদে ভিত্তি করে টেকনাফ ২ বিজিবি ও উখিয়া ৬৪ বিজিবির যৌথ টিম রোববার সন্ধ্যা ৬টার দিকে নাফ নদী সংলগ্ন ফিশারি ঘাটে অভিযান চালায়।
তদন্তকালে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির মধ্যে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভিতরে নীল মোড়কে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, ট্রলারের মালিক রশিদ উল্লাহর নির্দেশে তারা মিয়ানমারের জিঞ্জিরা থেকে ইয়াবাগুলো বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। এর বিনিময়ে প্রত্যেককে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।