টেকনোলজি নিউজ: বাংলাদেশে এসেছে নতুন স্মার্টফোন

রেডমি নোট ১৪

নতুন নতুন প্রযুক্তিপণ্য দিয়ে ব্যবহারকারীদের তৃপ্ত করতে আমাদের দেশে নতুন স্মার্টফোন নিয়ে আসছে শাওমি সহ নানা ব্র্যান্ড। ব্যবহারকারীদের তৃপ্ত করতে তাদের চেষ্টা প্রশংসার দাবি রাখে। ধুলা এবং পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে বর্তমানে গ্রাহকরা নতুন টেক রয়েছে এমন ফোন গুরুত্ব দিয়ে থাকে।

রেডমি নোট ১৪

শাওমি রেডমি নোট ১৪

ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনে আছে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফি ও ছবি সম্পাদনায় এ ক্যামেরা দেবে প্রফেশনাল অভিজ্ঞতা। পারফরম্যান্স ও স্টাইলের ভিন্নতার কারণে টেকপ্রেমীদের নজর কাড়বে শাওমি রেডমি নোট ১৪। স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা প্রাণবন্ত, স্পষ্ট ও নিখুঁত ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। ছবি সম্পাদনা ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই এবং এআই ইরেজ টুল।

যাঁরা পারফরম্যান্স, ডিজাইন ও প্রিমিয়াম অভিজ্ঞতায় বিশ্বাসী, তাঁদের সবার পছন্দের শীর্ষে থাকবে স্মার্টফোনটি। শাওমি রেডমি নোট ১৪-এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরেবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে এবং দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫। এ ধরনের সুরক্ষাব্যবস্থা এই সেগমেন্টে শুধু শাওমি রেডমি নোট ১৪-এ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ধুলা এবং পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং।

অনার এক্স৫বি প্লাস 

এক্স৫বি প্লাস মডেলের এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি, সুবিশাল স্টোরেজ, এআই ক্যামেরা ও উন্নত মানের পর্দা রয়েছে। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে ফোনটির মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে।

এর ৭৩১ডব্লিউএইচ/এল অ্যানার্জি-ডেন্সের ব্যাটারি ৮.৭ মিলিমিটার পুরুত্বের ফোনটিতে সহজেই মানিয়ে যায়। ওয়েব ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে ওয়েব ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এ ছাড়া অনারের সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থাতেও স্মার্টফোনটি ১৯ ঘণ্টার বেশি সময় ‘স্ট্যান্ডবাই’ হিসেবে ব্যবহার করা যাবে।

ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, যেখানে ব্যবহারকারীরা ৬০ হাজারের বেশি ছবি ও ২৪ হাজারের বেশি গান কিংবা ২০০টির বেশি সিনেমা রাখতে পারবেন। ফোনটিতে রয়েছে র‍্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহারে ৪ থেকে ৮ জিবি পর্যন্ত র‍্যামের কার্যকারিতা বৃদ্ধি করে। শুধু ব্যাটারি ও স্টোরেজই নয়, অনার এক্স৫বি প্লাসের উন্নত মাল্টি-ক্যামেরা মোবাইল ফটোগ্রাফিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। এর ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রা-ক্লিয়ার মূল ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি এখন আরও ঝকঝকে হবে।

অনার এক্স৭সি

ফোনের স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি, সুপার-লার্জ স্টোরেজ ও আলট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির মতো দুর্দান্ত সব ফিচারসহ অনার এক্স৭সি নিয়ে আসা হয়েছে। প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির সঙ্গে একটি উইন্টার জ্যাকেট, দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ পাবেন।

অনার এক্স৭সি স্মার্টফোনে কুশনিং আর্কিটেকচার ব্যবহার করেছে অনার; টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেকশনের কারণে ডিভাইসটির সামগ্রিক ইমপ্যাক্ট রেজিসট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ডিভাইসটি ড্রপ রেজিসট্যান্স রেটিংয়ে অনবদ্য ৫-স্টার অর্জন করে স্মার্টফোনের দৃঢ়তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। মানসম্মত নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের জন্য মর্যাদাপূর্ণ এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করে ডিভাইসটি। শক্তিশালী এই ফোন ডিজাইনের জন্য আইপি ৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিত থাকবে।

অনার এক্স৭সি ডিভাইসটিতে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে। আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তি কারণে ব্যাটারি দ্রুত চার্জ হবে।

অনার এক্স৭সিতে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। র‍্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।