বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতের বাজারে ক্যামন ১৯ প্রো ৫জি স্মার্টফোন এনেছে টেকনো। এবার আনল টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশন নামে বিশেষ সংস্করণ। যুক্ত করা হয়েছে চমত্কার ক্যামেরা এবং পেছনের দিকে রঙের বিশেষ কাজ। সূর্যালোকের সংস্পর্শ পেলেই ফোনটির সাদা ব্যাকপার্টের রঙ পরিবর্তন হয়। এ প্রযুক্তিকে প্রতিষ্ঠানটি সানলাইট ড্রয়িং হিসেবে অভিহিত করেছে।
ফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৮ ইঞ্চি আইপিএস এলএসডি। ১০৮০ ও ২৪৬০ পিক্সেলের অর্থাৎ ২০ দশমিক ৫ অনুপাত ৯-এর ফুল এইচডি প্লাস রেজল্যুশন এবং রিফ্রেশের হার ১২০ হার্টজ। পাতলা ফ্রেম ও সেলফি ক্যামেরার পাশাপাশি আছে পার্শ্বমুখী ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিভাইসটিতে ৮ জিবি র্যাম, ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ রয়েছে। সফটওয়্যারের দিক থেকে এইচআইওএস ৮ দশমিক ৬ স্ক্রিনসহ অ্যান্ড্রয়েড ১২। রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের দ্রুত চার্জ ব্যবস্থা।
২২ সেপ্টেম্বর থেকে টেকনো ক্যামন ১৯ প্রো মন্ড্রিয়ান এডিশনের প্রি-বুকিং চালু হবে অ্যামাজন ইন্ডিয়ায়। দাম ১৭ হাজার ৯৯৯ রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।