টেক্সট্রোভার্ট: যে ৫ উপায়ে চরম ভুল–বোঝাবুঝি হবে!

টেক্সট্রোভার্ট

আপনি যদি সব কথা টেক্সট করে বলতে পছন্দ করেন, তবে আপনি একজন টেক্সট্রোভার্ট। তবে কিছু কথা টেক্সট মেসেজে বললে চরম ভুল-বোঝাবুঝি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, যেসব কথা টেক্সট মেসেজে বললে হতে পারে চরম ভুল-বোঝাবুঝি।

টেক্সট্রোভার্ট

স্বীকারোক্তি

স্বীকারোক্তি হলো আপনি যখন কাউকে আপনার মনের কথাগুলো জানান। যেমন হতে পারে, আপনি কারও প্রেমে পড়েছেন আর তাঁকে সে কথা জানাতে চান। টেক্সট্রোভার্টদের জন্য এর উত্তম মাধ্যম হলো টেক্সট মেসেজ। কিন্তু এটি আসলে আপনার বার্তাকে অনেকখানি দুর্বল করে দেয়। আপনি যখন কারও সঙ্গে সরাসরি কথা বলেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কাজ করে। সেই সঙ্গে চোখের ভাষাও আপনার স্বীকারোক্তিকে বেশ শক্তিশালী করে তোলে।

কারও কাছে ক্ষমা চাওয়া

কারও কাছে যদি আপনি মন থেকে ক্ষমা চাওয়ার কথা ভাবেন কিংবা ভুল-বোঝাবুঝির একেবারেই ইতি টানতে চান, তবে মেসেজের মাধ্যমে সরি না বলাই ভালো। এতে আপনার আবেগ তো প্রকাশ পাচ্ছেই না, অন্যদিকে অপরজনের কাছে এটি গুরুত্বহীন বা দায়সারা শোনাতে পারে।

ব্রেকআপ

আমরা অনেক সময় কারও সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইলে টেক্সট মেসেজকেই মাধ্যম হিসেবে বেছে নিই। তবে ব্যাপারটি বেশ অমানবিক। পাশাপাশি এটি অপরজনের জন্য অত্যন্ত অসম্মানজনক। এতে আপনার যে দায়িত্বশীলতার ঘাটতি রয়েছে, এটিও প্রকাশ পায়। কারও সঙ্গে সম্পর্ক শেষ করতে হলে অবশ্যই তাঁর সঙ্গে দেখা করে কথা বলুন।

কোনো গোপন কথা

এই স্ক্রিনশট আর হ্যাকিংয়ের যুগে কোনো গোপন কথা বলার জন্য অবশ্যই টেক্সটিং বোকামির কাজ। কারণ, বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের গোপনীয়তা রক্ষার বিষয়টিও বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটি সব সময় মাথায় রাখতে হবে।

সুসংবাদ

কোনো সুসংবাদ পাওয়ামাত্রই আমরা আমাদের আপনজনদের জানাতে ব্যস্ত হয়ে পড়ি। আর সামনেই পড়ে থাকে মুঠোফোন। খুব সহজেই একটি টেক্সট করে দিই। কিন্তু এতে আপনি একটি সুন্দর ও স্মরণীয় সময় থেকে বঞ্চিত হন। কারণ, যখন এ ধরনের সংবাদ কাউকে সরাসরি জানানো হয়, তখন আপনার ও তাঁদের মধ্যে যে এক আনন্দঘন মুহূর্ত সৃষ্টি হয়, তা টেক্সট মেসেজের মাধ্যমে একেবারেই সম্ভব নয়।