কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ওপেন এআই এখন পরিচিত নাম। চ্যাটজিপিটি বাজারে আসার পরপর পুরো প্রযুক্তি জগৎ বদলে গেছে। গুগলের মতো বড় প্রতিষ্ঠানও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। এবার সেই ওপেন এআই আনতে চলেছে নতুন চমক। এই চমকের নাম ‘সোরা’। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা টেক্সট বা লেখা থেকেই তৈরি করে দিতে পারে ভিডিও।
সোরা নামের এই টেক্সট-টু-ভিডিও এআই মূলত একধরনের জেনারেটিভ এআই মডেল। অর্থাৎ চ্যাটজিপিটির মতোই এতে আপনি একটি টেক্সট বা কথা লিখে নির্দেশ (প্রম্পট) দিতে পারবেন। সে অনুসারে ভিডিও বানিয়ে দেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু ভিডিও-ই নয়, এটি বানাতে পারে অ্যানিমেশনও। এবং সেগুলো সবই যথেষ্ট বাস্তব ধরনের, ইংরেজিতে যাকে বলে রিয়েলিস্টিক।
এরকম একটি উদাহরণ দেখতে পারেন নিচের এই ভিডিওটি থেকে। ভিডিওটি দেওয়া আছে ওপেন এআই-এর ওয়েবসাইটেই। প্রম্পট বা নির্দেশনাটি ইংরেজিতে দেওয়া। বাংলা করলে দাঁড়ায়—
স্টাইলিশ এক নারী টোকিয়োর রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। এই রাস্তা নিয়ন আলোয় আলোকিত। অ্যানিমেটেড শহরের ছাপ আছে এতে। নারীটি লাল রঙের লম্বা জামা পরেছে, ওপরে চড়িয়েছে কালো লেদার জ্যাকেট। একটা কালো পার্স আছে তার সঙ্গে। চোখে সানগ্লাস ও ঠোঁটে লাল লিপিস্টিক। আত্মবিশ্বাসী ও ক্যাজুয়াল ভঙ্গিতে সে হাঁটছে।
রাস্তাটা ভেজা, পানিতে প্রতিফলন হচ্ছে। ফলে একধরনের মিরর ইফেক্ট দেখা যাচ্ছে, ওদে নানা রঙের আলোর খেলা। আশপাশে অনেক পথচারী হেঁটে যাচ্ছে। (A stylish woman walks down a Tokyo street filled with warm glowing neon and animated city signage. She wears a black leather jacket, a long red dress, and black boots, and carries a black purse. She wears sunglasses and red lipstick. She walks confidently and casually. The street is damp and reflective, creating a mirror effect of the colorful lights. Many pedestrians walk about.)
লেখার দৈর্ঘ্য বেড়ে যাবে এরকম একাধিক প্রম্পটের উদাহরণ দিলে। তারচেয়ে প্রম্পটসহ কিছু ভিডিও দেখলেই বোঝা যাবে, সোরা কতটা কার্যকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।