ব্যবসায়িক ক্ষেত্রে ডাটা সংগ্রহ ও বিশ্লেষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠান স্মার্ট এনালাইসিস করার জন্য যেসব এনালাইটিকাল টুল ব্যবহার করে থাকে তার বর্ণনা আজকের আর্টিকেলে দেওয়া হবে।
Splunk ক্ষুদ্র এবং মাঝারি মানের প্রতিষ্ঠানে ব্যবসা সংক্রান্ত ডাটা বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ সফটওয়্যার প্রোগ্রাম মূলত মেশিন লগ ফাইল নিয়ে কাজ করে। পরবর্তী সময়ে অনলাইন ইন্টারফেস ও ভিজুয়ালাইজেশন এর মত গুরুত্বপূর্ণ ফিচার এখানে যোগ করা হয়েছে।
Sisense হচ্ছে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। এটি মূলত টেক্সট এনালাইসিস করার ক্ষেত্রে দক্ষ। অসংগঠিত ডাটাকে সিকোয়েন্স মেইনটেইন করে সাজিয়ে দেওয়ার ক্ষেত্রে সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে।
২০০৪ সালে জার্মানিতে একদল দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দ্বারা KNIME নামক সফটওয়্যার তৈরি করা হয়। এরপর থেকে এ বিশ্লেষণধর্মী প্রোগ্রামটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মেশিন লার্নিং, ডাটা মাইনিং, প্রোগ্রামিং নিয়ে এ সফটওয়্যারটি দুর্দান্ত কাজ করতে পারে।
TIBCO Spotfire নামক সফটওয়ারটি পরিসংখ্যান বিশ্লেষণ করার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। অসংগঠিত ডাটা বিশ্লেষণ করার ক্ষেত্রে এ সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে এই প্রোগ্রামের সক্ষমতা আরো বৃদ্ধি করা হয়েছে।
ডাটা এনালিটিকস টুলের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে microsoft excel। সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানই তথ্য নিয়ে কাজ করার জন্য এ প্লাটফর্মটি ব্যবহার করা হয়ে থাকে।
Power BI হচ্ছে সেরা সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে একটি যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাটা বিশ্লেষণের জন্য ব্যবহার হয়ে থাকে। এ প্রোগ্রামটি microsoft তৈরি করেছে। ডায়নামিক ভিজুয়ালাইজেশন সংক্রান্ত ডাটা বিশ্লেষণে সফটওয়্যারটি দুর্দান্ত কাজ করে।
উপরে উল্লেখ করা সফটওয়্যারসমূহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডাটার স্মার্ট এনালাইসিস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।