জুমবাংলা ডেস্ক : টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে পাওনা ৫ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা টেলিটকের কাছে পায় বিটিআরসি। বিটিআরসিতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতিবিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এই পাওনা আদায়ের নির্দেশ দেন পলক। বৈঠকে পলক টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সাথে একটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। এতে বিটিএসে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।