টেসলার গাড়ির শেয়ারমূল্যের পতন, ইলন মাস্কের কপালে চিন্তার ভাঁজ

Tesla

চাহিদা বাড়ানোর জন্য কয়েক দফায় বৈদ্যুতিক গাড়ির দাম কমানো হয়েছে টেসলার পক্ষ থেকে। ইলন মাস্ক চেয়েছিলেন যেন বাজারে টেসলার বৈদ্যুতিক গাড়ির একটি শক্ত অবস্থান তৈরি হয়। তবে আপাতত মনে হচ্ছে টেসলা এ জায়গায় ব্যর্থ হয়েছে।

Tesla
বিলোনিয়ার ইলন মাস্কের কোম্পানি টেসলা তাহলে ভুল রাস্তার পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছে? বছর ব্যবধানে ২০২৪ সালে প্রথম তিন মাসে টেসলার গাড়ি বিক্রি কমেছে প্রায় নয় শতাংশ। এ সময় ৩ লাখ ৮৬ হাজার এর বেশি গাড়ি বিক্রি করেছে কোম্পানি। তবে সংখ্যাটা প্রত্যাশা থেকে বেশ কম।

২০২০ সালের করোনা মহামারির পর থেকে ইলন মাস্কের কোম্পানি টেসলা সবথেকে কম গাড়ি বিক্রি করেছে। এ পরিসংখ্যান সেকথারই প্রমাণ দেয়। গাড়ি বিক্রির এ সংখ্যা গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় ২০ শতাংশ কম। ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার ৫৬০টি গাড়ি বিক্রি করেছে টেসলা।

এমন খবরের পর মঙ্গলবার পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার দর ৫.২ শতাংশ পর্যন্ত নেমে এসেছে। এর ফলে কোম্পানিটি প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্য হারিয়েছে। চলতি বছর থেকে এ পর্যন্ত টেসলার শেয়ার মূল্য কমেছে প্রায় ৩৩ শতাংশ।

ইলন মাস্ক প্রায় সময় নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ির বিজ্ঞাপন নিয়ে ক্যামেরার সামনে হাজির হন। তিনি অনুষ্ঠান করে জনসম্মুখে তার গাড়ির বিভিন্ন বৈশিষ্ট্য ও ফিচার সম্পর্কে সবাইকে অবহিত করে থাকেন। সামনে টেসলার গাড়ির জন্য কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে তা দেখতে হলে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।