টেসলার তৈরি সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ হওয়ার কারণ কী?

সাইবার ট্রাক

ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবার ট্রাক নিয়ে বেশ কৌতূহল রয়েছে প্রযুক্তি দুনিয়ায়। গত বছরের নভেম্বরে বাজারে আসা সাইবার ট্রাকে মাঝেমধ্যেই ত্রুটি শনাক্ত হওয়ায় গাড়িপ্রেমীদের আগ্রহ ধীরে ধীরে কমছে। এবার হঠাৎই যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত নিজেদের কারখানায় সাইবার ট্রাকের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টেসলা কর্তৃপক্ষ।

সাইবার ট্রাক

কারখানার কর্মীদের গত সোমবার এক বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কাজের জন্য উপস্থিত হতে হবে না। তবে ঠিক কী কারণে সাইবার ট্রাকের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ।

স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি সাইবার ট্রাকে পণ্য পরিবহনের জন্য ৬ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া জায়গা রয়েছে। ২৫ হাজার পাউন্ড ভর বহন করতে পারে গাড়িটি। এ ছাড়া গাড়িটির টোয়িং ক্ষমতা ১১ হাজার পাউন্ড। স্টেইনলেস স্টিলের বডি থাকায় গাড়িটিতে কোনো দাগ বা আঁচড় পড়ে না। ফলে রং করারও প্রয়োজন নেই।