বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বোঝা গেল টেসলা প্রধান ইলোন মাস্কের টুইটের রহস্য। রোববার (২৪ নভেম্বর) রাতে মাস্ক একটি টুইট করেন ইংরেজিতে ‘২০০কে’ লিখে। টুইট করার পরেই বিভিন্ন সংবাদমাধ্যম এর অর্থ খোঁজার চেষ্টা করতে থাকে। এর আগে অবশ্য একটি টুইটে তিনি এক লাখ ৪৬ হাজার সাইবার ট্রাক অর্ডারের কথা জানিয়েছিলেন। পরের টুইটের পর সংবাদমাধ্যমগুলো জানতে পারে, টেসলার সাইবার ট্রাক অর্ডারের পরিমাণ দুই লাখ ছাড়িয়েছে। তাই মাস্কের এমন টুইট।
এর আগে অবশ্য চরম বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মাস্ক। যে ইলেক্ট্রিক ট্রাক তার কোম্পানি বাজারে ছেড়েছে তারই উদ্বোধনীতে ভেঙে যায় ট্রাকটির গ্লাস।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) টেসলার সিইও ইলোন মাস্ক সাইবার ট্রাকটিকে সামনে আনেন। গাড়িপ্রেমীদের কাছে টেসলা বরাবর পছন্দের। আর এবারে এই নতুন গাড়ি সামনে আনাতে ক্রেতারা যে ঝাঁপিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
আত্মপ্রকাশ করার সময়ে মাস্ক জানিয়েছেন, এই গাড়ি দেখতে অনেকটা সিনেমাতে দেখানো গাড়ির মতো। বলা ভালো ভবিষ্যতের গাড়ির মতো। সাইন্স ফিকশন যারা ভালোবাসেন তাদের কাছে এই গাড়ি যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।
তিনি জানান, মূলত সিঙ্গেল মোটর আরডবলুডি, ডুয়েল মোটর এডবলুডি এবং ট্রাই মোটর এডবলুডি তে পাওয়া যাবে। সিঙ্গেল মোটর আরডবলুডি ট্রাকের দাম ৩৯ হাজার ৯০০ ইউএসডি আর চলবে ৫০০ মাইল পর্যন্ত। ডুয়েল মোটরের ক্ষেত্রে দাম হবে ৪৯ হাজার ৯০০ ইউএসডি এবং ট্রাই মোটরের ক্ষেত্রে হবে ৬৯ হাজার ৯০০ মার্কিন ডলার।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, যারা অর্ডার করতে চায় তাদের ১০০ মার্কিন ডলার পরিশোধ করে অর্ডার করতে হবে। সবচেযে দামি সংস্করণটি মাত্র ২ দশমিক ৯ সেকেন্ড সময়ে ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।