সন্তান মানুষের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু সন্তানহীন দম্পতির হৃদয়ের শূন্যতা পূরণে বিজ্ঞানের অগ্রগতি যখন সারোগেসি বা টেস্ট টিউব বেবির মতো পথ দেখায়, তখন প্রশ্ন ওঠে ইসলামে এর বিধান কী?
শরিয়তের দলিল ও বিশ্বখ্যাত ফিকহবিদদের অভিমত বলছে, অন্য নারীর গর্ভাশয় ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া (সারোগেসি) হারাম। কারণ এতে মাতৃত্ব বিভক্ত হয়ে যায় দুই নারীর মাঝে একজন জৈবিক, আরেকজন শারীরিক। ফলে শিশুর পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি নিজের বংশ অন্য কারও সঙ্গে যুক্ত করবে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে। এ কারণেই আল-আজহার বিশ্ববিদ্যালয়, দারুল উলুম দেওবন্দ, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষ আলেমরা সর্বসম্মতভাবে ফতোয়া দিয়েছেন, অন্য নারীর গর্ভাশয় ব্যবহার করে সন্তান জন্ম দেওয়া হারাম।
অন্যদিকে, যদি কোনো দম্পতি নিজেদের শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করে এবং স্ত্রী নিজেই ভ্রূণ ধারণ করেন, তবে টেস্ট টিউব বেবি শরিয়তে জায়েজ। এখানে তৃতীয় পক্ষ যুক্ত হয় না, বংশ বা পরিচয়ও বিভ্রান্ত হয় না। তবে শর্ত হলো এটি হতে হবে বৈধ চিকিৎসকের তত্ত্বাবধানে ও সতর্কতার সঙ্গে।
কিন্তু যদি অন্য পুরুষের শুক্রাণু বা অন্য নারীর ডিম্বাণু ব্যবহার করা হয়, তবে এর বিধান নিয়ে কোনো দ্বিমত নেই—এটি ব্যভিচারের সমতুল্য এবং সরাসরি হারাম।
ভারতে সারোগেসি একসময় ভয়াবহ ব্যবসায় পরিণত হয়েছিল। দারিদ্র্যপীড়িত নারীরা অর্থের চাপে মাতৃত্ব বিক্রি করতে বাধ্য হতেন। সেই শোষণ ঠেকাতেই ভারত সরকার ২০২১ সালে সারোগেসি আইন পাশ করে। ইসলামী শরিয়তও একইভাবে মাতৃত্বের এ বাণিজ্যকে মানবমর্যাদার অপমান হিসেবে নিন্দা জানায়।
কুরআন স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, ‘আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন।’ (সূরা আশ-শূরা, ৪৯-৫০)। সন্তান আল্লাহর দান, মানুষের বানানো কোনো বস্তু নয়।
ফলে ইসলামের অবস্থান পরিষ্কার, নিজেদের শুক্রাণু ও ডিম্বাণু, স্ত্রী গর্ভে ধারণ করলে জায়েজ। অন্য নারীর গর্ভাশয় ব্যবহার করলে হারাম। অন্য পুরুষের শুক্রাণু বা নারীর ডিম্বাণু ব্যবহার করলে হারাম।
শিশুকে চুমু খাওয়া কতটা বিপজ্জনক? জানুন স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা
আধুনিক বিজ্ঞানের আলোকে সন্তান লাভ বৈধ হলেও তা হতে হবে শরিয়তের সীমারেখার ভেতরে। নচেৎ সেই সন্তান আশীর্বাদ নয়, বরং বিভ্রান্তির ছায়া হয়ে দেখা দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।