স্পোর্টস ডেস্ক : এক আবেগঘন ঘোষণার মাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এর মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটল আজ। আজ (১২ মে) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কোহলি এই সিদ্ধান্তের কথা জানান।
কোহলি ইনস্টাগ্রামে আবেগঘন এক বিবৃতিতে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে ভারতের জার্সি গায়ে দেওয়ার ১৪ বছর পূর্ণ হলো।
এই ফরম্যাট আমাকে চ্যালেঞ্জ করেছে, গড়ে তুলেছে, এমন শিক্ষা দিয়েছে, যা সারা জীবন সঙ্গে থাকবে। সাদা জার্সিতে খেলার মধ্যে এক গভীর ব্যক্তিগত অনুভূতি আছে—দীর্ঘদিনের সংগ্রাম, সেসব ছোট মুহূর্ত, যেগুলো কেউ দেখেনি, কিন্তু যা চিরকাল মনে থাকবে।’
ফের শুরু হচ্ছে আইপিএল, ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে বার্তা দিল বিসিসিআই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।