স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে বল করা কঠিন বলে জানালেন, বর্তমান টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার প্যাট কামিন্স।
২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। সেই সফরের টেস্ট সিরিজে ৫২১ রান করেছিলেন পূজারা। আর ওই সিরিজে তাকে বল করতে গিয়ে বেগ পেতে হয়েছিল কামিন্স-সহ অজি পেসারদের।
পুরনো সেই স্মৃতি রোমন্থন করে সম্প্রতি অজি পেসার কামিন্স বলেছেন, ভারতের বেশ কিছু ব্যাটসম্যানকে আউট করা খুব কঠিন। তবে আমি পূজারার কথা আলাদা ভাবে বলবো। সেই সফরে পূজারা দুর্দান্ত খেলেছিল। ও আমাদের খুব ভুগিয়েছিল। পূজারাই ছিল ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড।
কামিন্স জানিয়েছেন, সেই সিরিজে পূজারাকে আউট করতে খুব ঝামেলায় পড়তে হয়েছিল অজি বোলারদের।
কামিন্স বলেন, পূজারা যেন পাথর হয়ে উঠেছিল ওই সিরিজে। ওর আত্মবিশ্বাস ভেঙে চুরমার করাটাই কঠিন ছিল। সেই সিরিজে ভরসার প্রতীক হয়ে উঠেছিল পূজারা। প্রতিদিন যেন আত্মবিশ্বাসে ফুটছিল ও। সত্যি বলতে কী, টেস্ট ফরম্যাটে পূজারাকে আউট করা বেশ কঠিন।
প্রসঙ্গত, ২০১৮-১৯ মৌসুমের সেই টেস্ট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, পূজারা। সেইসঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। আর এই জয়ের পিছনে পূজারারই বড় অবদান ছিল।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.