স্পোর্টস ডেস্ক: সবাইকে চমকে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। গতকাল ভারতের কাছে সেঞ্চুরিয়ন টেস্ট ১১৩ রানে পরাজিত হওয়ার পরই টেস্ট থেকে অবসরের ঘোষনা দেন প্রোটিয়া উইকেটরক্ষক ডি কক।
মাত্র ২৯ বছর বয়সে টেস্টকে বিদায় বলা ডি কক জানান, পরিবারকে সময় দিতেই এমন সিদ্বান্ত। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবারের মত বাবা হতে যাচ্ছেন তিনি। এজন্য ভারতের বিপক্ষে শেষ দুই টেস্ট থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন ডি কক। কিন্তু এবার পুরোপুরিভাবে লাল বল থেকে নিজেকে সরিয়ে নিলেন ডি কক।
টেস্ট থেকে অবসর নিয়ে ডি কক বলেন, ‘এটা এমন কোন সিদ্ধান্ত ছিল না যেটা সহজে নেয়া যায়। আমি অনেক চিন্তা করেছি, আমার ভবিষ্যৎ কেমন হতে পারে এবং জীবনে আমি কোন জিনিসটাকে সবচেয়ে গুরুত্ব দিব এটা নিয়ে ভেবেছি। কারণ আমি এবং শাশা (স্ত্রী) আমাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে পরিবার সবকিছুর উপরে। আমার পরিবার আমার কাছে সবকিছু এবং আমার এজন্য সময় প্রয়োজন। জীবনের এই নতুন অধ্যায়ে তাদের সাথে থাকা প্রয়োজন।’
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ডি ককের। এই সাত বছরে ৫৪ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিতে ৩,৩০০ রান করেছেন ডি কক। গড়- ৩৮ দশমিক ৮২। উইকেটের পেছনে দাঁড়িয়ে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্প করেছেন তিনি।
এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডি কক। শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও, পাকিস্তানের কাছে একই ব্যবধানে হারের ডি ককের দল।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাঁটু মুড়ে না বসায় আলোচনার মুখে পড়েন ডি কক। পরে এক ম্যাচ বাদ পড়তে হয় তাকে। পরবর্তীতে বিশ্বকাপের পরের ম্যাচগুলোতে ঠিকই হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছিলেন ডি কক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।