স্পোর্টস ডেস্ক : করোনায় বিপর্যস্ত বিশ্ব। আপাতত পুরো বিশ্বেই ক্রিকেট বন্ধ। তবে, এর মধ্যেই ১ মে র্যাঙ্কিং আপডেট করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন র্যাংকিয়ে টেস্টে বাংলাদেশ আছে নবম স্থানে।
তবে, হতাশার একটি দিক হলো ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট কম। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। আর আফগানিস্তানের ৫৭। কিন্তু র্যাংকিংয়ে ঢোকার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাচ না খেলার কারণে আফগানিস্তান বাংলাদেশের নিচেই রয়েছে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫। সেখানে মাত্র চারটি টেস্ট খেলেই দুটিতে জিতে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭।
টেস্টে অবস্থা খারাপ হলেও একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ওপরেই আছে বাংলাদেশ। ওয়ানডেতে সাত নম্বরে রয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে টাইগাররা আছে আট নম্বরে। সেখানেও র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের উপরেই রয়েছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।