টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে এ ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা থাকলেও খেলছেন তিনি। এদিকে বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটেছে ব্যাটার জাকির হোসেনের।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

চোট শঙ্কা কাটিয়ে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক হচ্ছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে আসা জাকির হোসেনের।

তিন স্পিনার নিয়ে ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

পেস বোলিংয়ে এবাদত হোসেনের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ:

জাকির হোসেনের, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।