নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বাবলাতলি নামক এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় চার শিক্ষকসহ পাঁচজন। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার বাদ মেহেন্দা গ্রামের মৃত আতোয়ার আলী মাস্টারের ছেলে দেলোয়ার হোসেন (৪৭), বিজলী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মকবুল হোসেন (৫৮), রামপুরা গ্রামের গোলাম নবীর স্ত্রী জান্নাতুল নেছা (৩৫), সুন্দরগঞ্জ গ্রামের লেলিন হোসেন এবং ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও সিএনজি চালক সেলিম হোসেন (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নওগাঁর টিচার্স ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে সিএনজিটি পৌঁছালে নওগাঁ শহর থেকে ছেড়ে আসা পোলট্রির খাবারবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় যাত্রীসহ অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে পাঁচ জন মারা যান।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করি। একে একে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।