Advertisement
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ঢাকা জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হোসেনপুর এলাকায়।
এসআই আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেলে করে উপজেলার গাউছিয়া যাওয়ার পথে নলপাথর এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা মালবাহী ট্রাক ধাক্কা দিলে ফজলুল হক গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।