আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ নির্বাচনী প্রচারের অফিসিয়াল অ্যাপে টিকটকারদের নেগেটিভ রিভিউ ঝড়ের কারণে অ্যাপটির রেটিং পুনরায় সেট করতে হয়েছে।
সেন্সর টাওয়ারের তথ্যানুযায়ী, জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুদ্ধ হয়ে ট্রাম্পের অ্যাপটিতে নেগেটিভ রিভিউয়ের ঝড় শুরু করে টিকটকভক্তরা। রিভিউতে ট্রাম্পের অ্যাপটিকে চটকদার, বিজ্ঞাপনপূর্ণ, বিরক্তিকর, ভাইরাসপূর্ণ এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে বলে মন্তব্য করা হয়।
জুলাই মাসে ট্রাম্প প্রশাসন টিকটক বন্ধের প্রাথমিক ইঙ্গিত দেয়। এতে ক্ষিপ্ত হয়ে টিকটকভক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্পের অ্যাপটিকে ওয়ান-স্টার রিভিউ দেওয়ার জন্য আহবান জানায়। ফলস্বরুপ জুলাই মাসের ৭ তারিখে যেখানে ট্রাম্পের অ্যাপে ওয়ান-স্টার রিভিওয়ের সংখ্যা ছিল ২০ হাজার ৫০০, তা জুলাইয়ে ৯ তারিখে দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার ৫০০-তে। জুলাইয়ের ১৩ তারিখে এর সঙ্গে যুক্ত হয় আরো ৫,৩৮৩টি ওয়ান-স্টার রিভিউ, অ্যাপটিতে তখন ফাইভ-স্টার রিভিউয়ের সংখ্যা ছিল মাত্র ৮৯৬টি। এতে রাতারাতি অ্যাপটির রেটিং ১.২ এ নেমে যায়।
এরপর আগস্ট মাসের ১১ এবং ১২ তারিখে ডোনাল্ড ট্রাম্প দুটি নির্বাহী আদেশ স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ এবং টিকটককে বিক্রি হওয়ার জন্য চাপ প্রয়োগ করলে, ট্রাম্পের অ্যাপে টিকটিকভক্তদের নেগেটিভ রিভিউয়ের বন্যা শুরু হয়।
টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেটিং বাড়াতে বাধ্য হয়ে আগস্টের ১৪ তারিখে সকল রিভিউ মুছে দিয়ে অ্যাপটির রেটিং নতুন করে সেট করতে বাধ্য হোন এর প্রকাশক। কোনো অ্যাপের রেটিং কম থাকলে অ্যাপ স্টোর থেকে তা ডাউনলোডে উৎসাহিত হন না ব্যবহারকারীরা। কিন্তু তারপরও অ্যাপ প্রকাশকদেরকে সাধারণত কোনো অ্যাপের রেটিং পুনরায় সেট করতে দেখা যায় না। কেননা এর ফলে অ্যাপের সকল রেটিং হিস্টোরি মুছে যায় এবং আবার শূন্য থেকে শুরু করতে হয়। কোনো উপায় না থাকলে এটিকে শেষ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়ে থাকে।
ট্রাম্পের অ্যাপটি আগস্টের ১৫ এবং ১৬ তারিখে ১৭২টি ওয়ান-স্টার রিভিউ এবং ১৩০টি ৫-স্টার রিভিউ পায়। এরপর ১৭ এবং ১৮ আগস্ট তারিখে ১৬১টি ওয়ান-স্টার এবং ১৬২টি ফাইভ-স্টার রিভিউ দেওয়া হয়। আজ সোমবার (২৫ আগস্ট) ট্রাম্পের অ্যাপটির রেটিং দেখা গেছে ৩.৯।
ব্লুমবার্গকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র টিম মুর্তোও বলেন, ‘টিকটক ব্যবহারকারীদের এসব কর্মকান্ড আমাদের প্রভাবিত করতে পারবে না। আমরা জানি এই অ্যাপ চীনারা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।