আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৩ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে চীনা পণ্যের আমদানির ওপর নতুন হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারে সপ্তাহের প্রথম দিন সোমবার (২৬ আগস্ট) দরপতনের প্রবণতা লক্ষ্য করা গেছে।
মার্কিন পণ্যের আমদানিতে কর বৃদ্ধির বেইজিংয়ের ঘোষণার প্রতিক্রিয়ায় ওয়াশিংটন চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় শুক্রবার। উল্লেখ্য, চীন তাদের সবশেষ ঘোষণায় যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানিকৃত ৭৫ বিলিয়ন মূল্যের পণ্যের ওপর কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গত সপ্তাহে দেশটি ডলারের বিপরীতে ইউয়ানেরও দর কমিয়ে নেয়। চীনের এমন সিদ্ধান্তকে কারেন্সি ম্যানুপুলেটিং বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।
চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তার দেশে চীনা পণ্যের আমদানিতে নতুন হারে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের আওতায় চীন থেকে আমদানিকৃত ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের শুল্ক বাড়ছে। এছাড়া ট্রাম্প চীন থেকে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা গুঁটিয়ে নেওয়ারও আহবান জানান।
ট্রাম্প তার সবশেষ ঘোষণায় চীনের ২৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে আরও ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করবেন বলে ঘোষণা দেন। বাকি ৩০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর আরও পাঁচ শতাংশ শুল্ক বেড়ে ১৫ শতাংশ হবে বলে জানান তিনি। আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর প্রতিক্রিয়ায় সোমবার এশিয়ার শেয়ার বাজার নতুন সপ্তাহ শুরু করার প্রথম দিনেই বড় পতনের শিকার হলো। এশিয়ান টাইমসের খবরে জানা যায়, সাংহাইয়ের শেয়ার বাজারের সূচক সোমবার ১ দশমিক ৩ শতাংশ পতন হয়। টোকিওতে সূচক ২ শতাংশ পড়ে যায়। এছাড়া সিডনি, সিউল, ওয়েলিংটনের বাজারের সূচক ১ শতাংশের বেশি পতন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।