বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজ থেকে অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোস্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোস্যাল। রবিবার গভীর রাতে অ্যাপ স্টোরে অ্যাপটি উন্মোচন করা হয়েছে। বেশ কয়েকটি প্লাটফর্মে দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর নিজস্ব প্লাটফর্মের মাধ্যমে ফিরছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।
ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম মধ্যরাত থেকে অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ট্রুথ সোস্যাল। এছাড়া যারা প্রি-অর্ডার করে রেখেছেন অ্যাপল ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে এ অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে।
কিছু ব্যবহারকারী বলছেন, ট্রুথ সোস্যালে অ্যাকাউন্ট খুলতে সমস্যায় পড়ছেন বা অপেক্ষমান তালিকায় রাখা হচ্ছে। তাদের কাছে এমন মেসেজ আসছে, একসঙ্গে ব্যাপক অনুরোধ আসার কারণে আপনাকে অপেক্ষমান রাখতে হচ্ছে।
টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো প্লাটফর্মে নিষিদ্ধ ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল হিলে হামলায় উসকানিতে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছিল ওই সাইটগুলো। তখন থেকেই নিজস্ব সোস্যাল প্লাটফর্ম আনার ঘোষণা দেন এ আবাসন ব্যবসায়ী।
ট্রুথ সোস্যাল অ্যাপটি বিভিন্ন দিক থেকে টুইটারের নকল বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। ক্ষমতায় থাকাকালে ট্রাম্পের পছন্দের প্লাটফর্ম ছিল টুইটার। প্রতিদিন মাইক্রোব্লগিং প্লাটফর্মটিতে ডজনখানেকবার টুইট করা ছিল নিয়মিত রুটিনের অংশ।
ট্রুথ সোস্যাল পরিচালনায় রয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এ প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন রিপাবলিকান দলীয় সাবেক প্রতিনিধি পরিষদ সদস্য ডেভিড নুনেজ।
অ্যান্ড্রয়েডসহ সব জায়গায় অ্যাপটি সহজলভ্য হলে, বিকল্প সোস্যাল সাইটের দীর্ঘ তালিকায় যোগ দেবে প্রতিষ্ঠানটি।
টুইটার, ফেসবুক এবং ইউটিউবের মতো মূল ধারার সামাজিক মাধ্যমগুলোতে গ্রহণযোগ্যতা পান না এমন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে চায় তারা। নিজস্ব প্লাটফর্মগুলোকে বাক স্বাধীনতার অগ্রদূত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে এই বিকল্প সামাজিক মাধ্যম সেবাগুলো। কিন্তু এখন পর্যন্ত মূলধারার প্রতিষ্ঠানগুলোর মতো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি গেটটর, পার্লার এবং ভিডিও সাইট রাম্বল এর মতো সেবাগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।