আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অর্থাৎ ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ মেনে নিলে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে ফিলিস্তিন। সেইসঙ্গে উন্নত ফিলিস্তিন গড়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫০ মিলিয়ন (৫ কোটি) মার্কিন ডলার অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রস্তাবগুলো উঠে এসেছে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামে মধ্যপ্রাচ্য নিয়ে দীর্ঘ বিলম্বিত শান্তি চুক্তির আশি পৃষ্ঠার পরিকল্পনায়।
ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প।
নিজের `ডিল অব দ্য সেঞ্চুরি` সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্যই এ পরিকল্পনা করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। তবে জেরুজালেমের উপর অধিকার থাকবে ইসরায়েলের। শুধু পূর্ব জেরুজালেমের অনিধিকৃত অংশ ফিলিস্তিনের অধিকারে থাকবে। আল-আকসা মসজিদের ভূ-খন্ড ইসরায়েলের অধিকারে থাকলেও ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে নামাজ আদায় করার অনুমতি দেয়া হবে।
একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার প্রস্তাবটি মেনে নিলে ফিলিস্তিনকে একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে যুক্তরাষ্ট্র। এতে আর্থিক সংকটে বিপর্যস্ত ফিলিস্তিনের জিডিপি প্রবৃদ্ধি ৩-৫ গুণ বেড়ে যাবে।
তবে, বিতর্কিত ও কথিত এই শান্তি চুক্তি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ আগেই প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। ট্রাম্পের এ চুক্তি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্য ভয়াবহ রকমের অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের আরো মুসলিম দেশ ট্রাম্পের এই একতরফা পরিকল্পনার বিরোধিতা করেছে। কারণ, জেরুজালেম আল-কুদস শহরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে এই পরিকল্পনায়। জর্ডান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথাও বলা হয়েছে।
পরিকল্পনা প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আমি হাজার বার বলেছি, এ পরিকল্পনা মানি না, মানি না, মানি না।
শান্তি চুক্তি প্রকাশের আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের জন্য শান্তি বয়ে আনার লক্ষ্যেই এ পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বাস্তবায়িত হলে সেটি মধ্যপ্রাচ্যে উগ্রবাদ মোকাবিলায় সহায়তা করবে বলেন দাবি করেন তিনি।
হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবারের যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আজ শান্তির জন্য ইসরায়েল বড় একটি পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, এই শান্তি চুক্তি ইসরায়েলের জন্য একটি বিশাল ও চমৎকার পরিকল্পনা।
‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপনের পর মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য ট্রাম্প তাকে টেলিফোন করলেও তিনি কথা বলতে রাজি হননি। যে পরিকল্পনায় জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা থাকছে না, সে পরিকল্পনা তিনি মেনে নেবেন না বলেও জানিয়েছেন।
শান্তি পরিকল্পনা ঘোষণার সময় ফিলিস্তিনি কোনো নেতার উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তবে মঙ্গলবার ট্রাম্পের সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


