
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত। ট্রাম্প বৃহস্পতিবার নিজেই এই ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প টুইটারে তিন দেশের পক্ষে লেখা একটি যৌথ বিবৃতির ছবি শেয়ার করে জানান, নতুন সমঝোতার অংশ হিসেবে ইসরায়েল ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে সব ধরনের পরিকল্পনা ‘স্থগিত’ করবে।
এরপর ওভাল অফিসে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। উভয় পক্ষ নিজেদের দেশে একে-অপরের দূতাবাস এবং রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের টুইট শেয়ার করে এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


