আন্তর্জাতিক ডেস্ক: সামরিক সংঘাতে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের বিরুদ্ধে বিজয় লাভ অসম্ভব বলে প্রতীয়মান হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের প্রথাগত কূটনৈতিক প্রহসন আর নিষেধাজ্ঞার রাজনৈতিক অপকৌশলই অবলম্বন করলো যুক্তরাষ্ট্র। আর তাতে করে আকস্মিক পাল্টে গেল ইরানের দৃশ্যপট।
মাত্র কয়েকদিন আগেও তেহরানের বুকে মার্কিন বিরোধী প্রতিরোধ বুহ্যে ইরানের সরকার-জনতা মহাঐক্যের যে দৃঢ়তা ছিল, তাতে চির ধরেছে। মার্কিনিদের প্রতিহিংসামূলক বিভাজনের রাজনীতির ফাঁদে পা গলিয়ে দিয়েছে ইরানিরা। যার পরিণতিতে হয়তো অচিরেই দেখা যাবে আরও একটি ইরাক, কুয়েত, সিরিয়া বা ফিলিস্তিনের পুনরাবৃত্তি।
সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রেশন খরচা বৃদ্ধির ইস্যুতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইরান। ক্রমেই এই বিক্ষোভ তীব্রতর হয়ে বর্তমানে এক সংঘাত্মক সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। দাবি করা হচ্ছে- এই আন্দোলন দমনে কঠোর হয়েছে ইরান সরকার। সরকারের নির্দেশে হার্ড লাইনে থাকা প্রশাসন প্রকাশ্যে গুলি ছুড়ছে বিক্ষোভ নিবারণে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ ইরানের চলমান এই বিক্ষোভ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে তাদের দাবি, ‘‘ক্রমেই জটিল রূপ ধারন করতে থাকা এই সহিংস আন্দোলন প্রতিহত করতে ইরানি সরকারের নির্দেশে শক্ত অবস্থান নিতে দেখা গেছে প্রশাসনকে। যার প্রেক্ষিতে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশ ও সেনাদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১০৬ জন ইরানি নাগরিক।’’
বিবিসি ও রয়টার্সসহ বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হয়েছে সেই সংবাদ।
তবে এর পর পরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইরানের প্রধান রাষ্ট্রীয় নেতা সাঈয়াদ আলী হুসেইনি খামিনি জানান, ইরানের চলমান বিক্ষোভটি মোটেই সরকার বিরোধী বিক্ষোভ নয়। জনগণ তাদের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলন করেছে। সার্বিক দিক বিবেচনায় এ ব্যাপারে কাজ করছে সরকার।
তিনি দাবি করেন, এই পরিস্থিতি ইরানের শাসন ব্যবস্থার ত্রুটির দ্বারা সৃষ্টি হয়নি। কারণ ইরানের সরকার সকল সমস্যা ও আগ্রাসন থেকে তার জনগণকে রক্ষার কাজে নিবেদিত। ইরান সরকার প্রয়োজনে সারা বিশ্বের সঙ্গে বৈপরীত্ব সৃষ্টি করবে যদি তারা তার জনগণের স্বার্থ রক্ষা না করে।
খামিনি বলেন, এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বাণিজ্যিক নিষেধাজ্ঞার জেরে অর্থনৈতিক প্রকট সৃষ্টির মাধ্যমে তার উত্থান ঘটানো হচ্ছে। তবে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের কঠোর জবাব দেয়া হবে। ‘ইরনা নিউজ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।