ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনার পরই কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে প্রয়োজনে দেশের জন্য অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ার বিরুদ্ধে সহিংস হস্তক্ষেপে যায়, তবে তার জবাব দেওয়া হবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেত্রো বলেন, ‘তিনি আর কখনো অস্ত্র ধরবেন না—এমন শপথ করেছিলেন। তবে মাতৃভূমির জন্য প্রয়োজন হলে তিনি আবারও অস্ত্র তুলে নিতে প্রস্তুত। তিনি বলেন, ভেনেজুয়েলায় সম্প্রতি যেভাবে সহিংস হস্তক্ষেপ চালানো হয়েছে, তেমন কোনো পদক্ষেপ কলম্বিয়ার ক্ষেত্রেও নেওয়া হলে তা প্রতিরোধের মুখে পড়বে।
মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত পেত্রো। সাম্প্রতিক সময়ে দুই নেতার মধ্যে বাক্যযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে।
এদিকে গত সপ্তাহান্তে ট্রাম্প মন্তব্য করেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর পেত্রোর ‘সতর্ক থাকা উচিত’—যে ঘটনাকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা অবৈধ বলে আখ্যা দিয়েছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পেত্রোর সরকারের বিরুদ্ধেও এ ধরনের অভিযান চালানো ‘তার কাছে ভালোই মনে হয়’।
ট্রাম্প আরও বলেন, কলম্বিয়া মাদক উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারে জড়িত—যার কোনো প্রমাণ নেই। পেত্রো এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, তার সরকার মাদক উৎপাদন দমনে কাজ করছে এবং ‘যুদ্ধংদেহী মাদকবিরোধী নীতি’ থেকে সরে এসে ভিন্ন পথ অনুসরণ করছে।
এদিকে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলে নিন্দা জানিয়েছে।
পেত্রো বলেন, ‘আমি আমার জনগণের ওপর পূর্ণ আস্থা রাখি। সে কারণেই আমি জনগণকে আহ্বান জানিয়েছি, প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অবৈধ ও সহিংস কর্মকাণ্ড হলে তা প্রতিহত করতে।’
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


