আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে চালক নিহত ও সাত জন আহত হয়েছেন। বুধবারের (১ জানুয়ারি) এই বিস্ফোরণ নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা- তা গোয়েন্দা সংস্থা এফবিআই খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ঘটনার পর সেদিনই আয়োজিত এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে অনেক প্রশ্ন সবার মনে জমা হয়েছে। সেগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে।
প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। নিউ অরলিন্স অঙ্গরাজ্যে নতুন বছরের উদযাপনে ট্রাক চাপা দিয়ে ১৫ জনকে হত্যার কয়েকঘণ্টা পরেই এই ঘটনা হলো।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ হচ্ছে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। ২০২৪ নির্বাচনে ট্রাম্পের অন্যতম সমর্থকদের একজন ছিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক, যিনি আবার ট্রাম্প প্রশাসনে উপদেষ্টার পদও পেতে যাচ্ছেন।
এফবিআই এর স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসী হামলার কোনও যোগসূত্র আছে কিনা, সেটা স্পষ্ট নয়। কলোরাডো অঙ্গরাজ্য থেকে ভাড়া করা গাড়িটির চালককে এফবিআই চিহ্নিত করতে পেরেছে জানালেও, তার পরিচয় জনসম্মুখে এখনও প্রকাশ করা হয়নি।
বিস্ফোরণের ঘটনার সঙ্গে সাইবারট্রাকের ত্রুটির কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, আতশবাজি বা বোমার কারণে ট্রাকটি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের সময় সব টেলেমেট্রি ডাটা ইতিবাচক ছিল।
দূরবর্তী উৎস থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় ভাণ্ডারে বিশ্লেষণের জন্য পাঠানোর পদ্ধতি হচ্ছে টেলেমেট্রি।
ম্যাকমাহিল বলেছেন,একই কার-শেয়ারিং সার্ভিস টার্বো থেকে নিউ অরলিন্সের হামলায় ব্যবহৃত ট্রাক ও বিস্ফোরিত সাইবারট্রাকটি ভাড়া করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।