আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। মূলত বিতর্ক অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবার নির্বাচিত হতে পারলে তিনি যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি নারীদের গর্ভপাতের অধিকার দেবেন। তাদের এমন মন্তব্যের জেরে পোপ তাদের সমালোচনা করেছেন। খবর রয়টার্স
সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে রোমে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি একথা বলেন। অভিবাসীদের স্বাগত না জানানো একটি পাপ এবং গর্ভপাতকে হত্যার সঙ্গে তুলনা করেছেন পোপ।
পোপ যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের উদ্দেশ্যে বলেন, নভেম্বরের নির্বাচনে ‘কম পাপ করা’ লোককে বেছে নেয়া উচিত। তবে তিনি কারো নাম উচ্চারণ করেননি।
দক্ষিণপূর্ব এশিয়া এবং ওশেনিয়ায় ১২ দিনের সফর শেষে এক সাংবাদিক সম্মেলনে পোপ এমন মন্তব্য করেন। যদিও ওই সম্মেলনে পোপ ট্রাম্প ও হ্যারিসের নাম উচ্চারণ করেননি। তবে তিনি তাদের নীতি এবং লিঙ্গ উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন দুই প্রেসিডেন্ট প্রার্থীর সমালোচনা করলেও ক্যাথরিকদের ভোট দেয়া উচিত বলে জানান।
৮৭ বছর বয়সী এই ধর্মীয় গুরু বলেন, ‘ভোট না দেয়া মন্দ কাজ। সুতরাং আপনাদের অবশ্যই ভোট দেয়া উচিত। এক্ষেত্রে আপনাকে কম মন্দ লোককে নির্বাচন করতে হবে। সে নারী কিংবা পুরুষ হোক। আমি জানি না সে কে? প্রত্যেকের সচেতনভাবে এ কাজটি করা উচিত।’
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫ কোটি ২০ লাখ ক্যাথলিক রয়েছে। এদের মধ্যে পেনসিলভানিয়া এবং উইসকনসিসে প্রায় ২০ শতাংশের বেশি ক্যাথরিক ভোটার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।