আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী আবহাওয়ায় পরিপূর্ণ মার্কিন মুল্লুক। ট্রাম্প বনাম বাইডেনের নির্বাচনী প্রচারণায় দেশের স্টেটগুলোর সঙ্গে সঙ্গে বিভক্ত হয়ে গিয়েছে সেলিব্রেটি মহল। প্রায় প্রতি নির্বাচনেই এমনটা দেখা যায়। এমনকি, নিজেদের পছন্দের প্রার্থী বিজিত হলে দেশ ছাড়ার ঘোষণাও শুনতে পাওয়া যায়।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচন আগেরবারের চেয়ে আলাদা নয়। গতবারও লিনা ডানহাম, জন স্টুয়ার্ট, স্যামুয়েল এল জ্যাকসনের মতো সেলিব্রিটিরা বলেছিলেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে তাঁরা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবেন। এবারও তেমন রব উঠেছে।
নির্বাচনে ট্রাম্প আবারও জয়ী হলে দেশ ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন অনেক সেলিব্রেটি। আগামীকাল নির্বাচন, তবে এখনও অনেক সেলিব্রেটি তাদের এমন প্রতিশ্রুতিতে অনড় রয়েছেন।
রিকি মার্টিন
পুয়ের্তো রিকান ও লাতিন পপতারকা রিকি মার্টিন ডোনাল্ড ট্রাম্পের ওপর রীতিমতো ক্ষুব্ধ। জো বাইডেনের প্রকাশ্য সমর্থক তিনি। এমনকি, মায়ামিতে বাইডেনের নির্বাচনী প্রচার সমাবেশেও নিজে স্বশরীরে উপস্থিত হয়েছিলেন।
জনপ্রিয় এই শিল্পী খোলাখুলিভাবেই বলেছেন, ‘ বরাবরই আমি বাইডেনের সমর্থক।’
ট্রাম্প জিতলে দেশ ছাড়বেন যেসব সেলিব্রেটি
ভ্যারাইটির ‘দ্য বিগ টিকিট’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মতে প্রেসিডেন্ট হিসেবে আমাদের হাতে থাকা একমাত্র বিকল্প বাইডেন। তিনি একজন অসাধারণ এবং দারুণ মানুষ। পুরো জীবনই তিনি রাজনীতিকে দিয়েছেন।’
একই অনুষ্ঠানে রিকি আরও জানান, ট্রাম্প এবার বিজয়ী হলে, তিনি ও তার জীবনসঙ্গী শিল্পী জোয়ান ইয়োসেফ যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।
ব্রুস স্প্রিংস্টিন
সম্প্রতি, রক তারকা ব্রুস স্প্রিংস্টিন অস্ট্রেলিয়ান প্রেসকে জানান, এবারের নির্বাচনে ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন।
একই ধরনের আভাস তিনি দিয়েছেন ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মেইলকেও।
গতবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর থেকেই চারটি বছর তিনি ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে নিজেকে পরিচিত করেছেন।
আর এই সমালোচনার প্ল্যাটফর্ম হিসেবে তিনি বেছে নিয়েছেন নিজের ই-স্ট্রিট রেডিও প্রোগ্রামকে।
৭১ বছর বয়সী ব্রুস বলেন, “আমি অস্ট্রেলিয়াকে ভালোবাসি। যদিও, নির্বাচনে ট্রাম্পের এবার বিজয়ের কোনো সম্ভাবনা নেই। তারপরও অঘটনবশত যদি ট্রাম্প জিতে যান, তবে পরের ফ্লাইট ধরেই আমি অস্ট্রেলিয়া চলে যাব।”
জন লিজেন্ড ও ক্রিসি টিজেন
জন লিজেন্ড ও ক্রিসি টিজেন ২০১৯ সালেই জানিয়েছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর এতটাই বিরক্ত যে, তাঁরা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন।
বিনোদন পত্রিকা কসমোপলিটনকে লিজেন্ড বলেন, “আমার পুরো পরিবারের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। ফলে এমন একটি সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য খুব দুঃখের এবং কঠিন। কিন্তু, বর্তমানের পরিস্থিতি এমন যে এতা ছাড়া আর কোন উপায় নেই। একজন নেতা যখন পুরো দেশ ও গণতন্ত্রকে ধ্বংসের কাজে মেতে ওঠেন, তখন এ ছাড়া আর কী’ই বা করার থাকতে পারে, তা আমার জানা নেই।
তিনি আরও বলেন, “ট্রাম্প পুনর্নির্বাচিত হলে আপনাকে এমন কোনো জায়গায় বসবাস করার কথা ভাবতে হবে, যেখানে প্রকৃত গণতন্ত্র আছে, আছে আইনের শাসন ও মানবাধিকার। যুক্তরাষ্ট্রবাসী যদি ট্রাম্পকে বিজয়ী করার সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেয়, তবে অন্যান্য মানুষের এ ধরনের বিকল্পের কথা ভাবা উচিত।”
টমি লি
জনপ্রিয় বিনোদন পত্রিকা “দ্য বিগ ইস্যু” তে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন হ্যাভিমেটাল ব্যান্ড মোটলি ক্রুয়ের ড্রামার টমি লিও জানান, এবারের নির্বাচনে ট্রাম্পের বিজয় হলে তিনি তার জন্মস্থান গ্রিসে ফিরে যাবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে অনেক ছোট করে ফেলার পিছে ট্রাম্প প্রশাসনেরত দায় নেওয়া উচিত।
টমি ট্রাম্প প্রশাসনের ওপর এতটাই ক্ষুব্ধ যে, কিছুদিন আগে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনা আক্রান্ত হওয়ার খবর সবার সামনে আসলে, তিনি টুইটে লিখেছিলেন, ‘এটা কর্মফল।’
ট্রাম্প জিতলে দেশ ছাড়বেন যেসব সেলিব্রেটি
টমি বলেন, “বন্ধুরা, নির্বাচনে শেষ হাসি ট্রাম্প হাসলে, আমি যুক্তরাজ্যে তোমাদের কাছে যাবো আগে। তারপর, আমি আমার মাতৃভূমি গ্রিসে ফিরে যাবো। গ্রিসের কোনো এক দ্বীপে বাড়ি কিনে নিজে থাকবো।
গত নির্বাচনের আগেও মাইলি সাইরাস, স্যামুয়েল এল জ্যাকসন, স্নুপ ডগ, লিনা ডানহাম, ব্রায়ান ক্র্যানস্টন, অ্যামি শুমার, র্যাভেন সায়মন, জর্জ লোপেজের মতো সেলিব্রিটিরা ট্রাম্প বিজয়ী হলে দেশ ছাড়বেন বলে জানিয়েছিলেন। তবে, শেষ পর্যন্ত কেউ যুক্তরাষ্ট্র ছেড়ে যাননি।
এবারও যেসব সেলিব্রিটিরা ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা দিচ্ছেন, তারা শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।