আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় হ্যারিকেন প্রতিরোধে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন নির্দেশে বিপাকে পড়ে যান কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যক্সিওসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা অ্যাসোসিয়েট ফ্রেন্স প্রেসে (এএফপি)।
হ্যারিকেন প্রতিরোধে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকে ট্রাম্প উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘আমি পেয়ে গেছি। আমি পেয়ে গেছি। কেন আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছি না।’ তবে বেঠকটি কবে অনুষ্ঠিত হয়েছিল তা প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের এমন মন্তব্যের পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও নিরাপত্তা কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
খবরে বলা হয়েছে, বৈঠক শেষে কর্মকর্তারা বিষয়টি সমালোচনা শুরু করেন। তারা খুব হতবাক হন।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, তখন আমরা চিন্তা করি, এটা কিভাবে সম্ভব? মহাবিপদে পড়ে যাই আমরা। প্রেসিডেন্টকে বলা হয়, আমার বিষয়টির সম্ভাব্যতা যাচাই করবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।