ট্রাস্ট ব্যাংকের করা ২১৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় নূর জামাল জুট মিলস লিমিটেডের দুই পরিচালক এবং মেসার্স ইউ এন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও জামিনদার এস.এম. জামাল হোসেন এবং রূপা জামান ওরফে রূপা জামালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার অর্থঋণ আদালত–৬ এর বিচারক মোঃ হাসান জামান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এস. এম. জামাল হোসেন এবং তার স্ত্রী রূপা জামান ওরফে রূপা জামাল ট্রাস্ট ব্যাংক থেকে মোট ১৭৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৮৮১ টাকা ৮৯ পয়সা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে, ব্যাংকের বকেয়া পাওনা পরিশোধ না করায় সুদ ও অন্যান্য চার্জসহ সর্বমোট বকেয়ার পরিমান দাঁড়ায় ২১৯ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ০৫৪ টাকা ৭৬ পয়সা (২৭ আগস্ট, ২০২৫ পর্যন্ত)।
বিপুল পরিমাণ দায়দেনা অনাদায়ী রেখে এস. এম. জামাল হোসেন এবং তার স্ত্রী রূপা জামান ওরফে রূপা জামাল দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানতে পারে ট্রাস্ট ব্যাংক। পরে বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার অর্থঋণ আদালত–৬ এ আবেদন করে ব্যাংকটি। তারা যেন দেশ ছাড়তে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন আদালত।
নূর জামাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান নূর জামাল জুট মিলস লিমিটেড। গ্রুপটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস.এম. জামাল হোসেন এবং তাঁর স্ত্রী রুপা জামান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।