সনি তাদের নতুন Xperia 1V স্মার্টফোনটি বিশ্বব্যাপী মার্কেটে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হতে পারে, নতুন ইনোভেশন ও নজরকাড়া পারফরম্যান্স।
সনি এর নতুন ডিভাইসে এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। ডিভাইসটির ডিসপ্লে রেজুলেশন নিয়ে বিস্তারিত তথ্য নেই। স্মার্টফোনটির ডাইমেনশন হতে পারে 161.0 x 69.3 x 8.5 মিলিমিটার।
ধারণা করা হচ্ছে স্মার্টফোনটিতে এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে। সনি এর হ্যান্ডসেটটিতে কোয়ালকম Snapdragon 8 Gen2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টোবর প্রসেসর। পাশাপাশি এখানে শক্তিশালী গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হবে।
স্মার্টফোনটিতে ১৬ জিবি র্যাম ইন্সটল করা থাকবে। তবে অন্য কোন ভ্যারিয়েন্ট থাকবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। Sony Xperia 1V হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেল। এটির সাথে ৪৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়ােইড ক্যামেরা লেন্স থাকছে। নতুন স্মার্টফোনে ১২ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স যোগ করা হয়েছে।
পাশাপাশি স্মার্টফোনের সামনে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হবে। লিথিয়াম আয়নের ৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। যারা নিয়মিত গেমিং করেন তাদের জন্য এট বেশ উপযুক্ত হবে। কেননা এ হ্যান্ডসেটে শক্তিশালী হার্ডওয়ার সিস্টেম দেওয়া হবে।
স্মার্টফোনের ডিসপ্লেতে বেজেল কম থাকবে। তবে ডিজাইনের ক্ষেত্রে আগের স্মার্টফোনের সাথে এটিরর খুব বেশি পার্থক্য থাকবে না। সনির নতুন স্মার্টফোনের ক্যামেরা সেকশন দুর্দান্ত পারফর্ম করবে বলে ধারণা করা হচ্ছে।
সনির এই হ্যান্ডসেটে হেডফোন জ্যাক বাটন এবং ইউএসবি সি পোর্ট ব্যবহার করার অপশন থাকছে। ২০২৩ সালে যেসব স্মার্টফোন নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে Sony Xperia 1V অন্যতম। স্মার্টফোনটির দাম হতে পারে ভারতীয় মূল্যে ৮০ হাজার রুপি এবং বাংলাদেশের মধ্যে ১ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।