বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ৫জি ফোন (Nokia 5G Phone) নোকিয়া জি৬০ ৫জি (Nokia G60 5G)। এই ফোনে 5G non-standalone (NSA) architecture- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে Jio True 5G standalone (SA) কানেক্টিভিটি। নোকিয়ার এই নতুন ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। নোকিয়া জি৬০ ৫জি ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ২ দিন পর্যন্ত চার্জ থাকবে এই ফোনে। অন্যদিকে রেডমি নোট ১২ প্রো প্লাস ভারতে লঞ্চ হতে পারে শাওমি ১২আই হাইপারচার্জ হিসেবে। এই ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথাও শোনা গিয়েছে।
ভারতের বাজারে নোকিয়া জি৬০ ৫জি ফোনের দাম
আগামী ৭ নভেম্বর পর্যন্ত অফিশিয়াল নোকিয়া স্টোর থেকে এই ফনের জন্য প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা। এই সময়সীমার মধ্যে ৩৫৯৯ টাকার একটি নোকিয়া পাওয়ার ইয়ারবাডস লাইট পাওয়া যাবে একদম বিনামূল্যে। কালো এবং Ice Colour শেডে লঞ্চ হয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোন। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। Nokia.com এবং অন্যান্য জনপ্রিয় প্রথম সারির অনলাইন পোর্টালের মাধ্যমে নোকিয়া জি৬০ ৫জি ফোন কেনা যাবে।
নোকিয়া জি৬০ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট রয়েছে এই ফোন। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও কম আলো বা রাতের অন্ধকারে ভাল ছবি তোলার জন্য আধুনিক ফিচার রয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোনে।
নোকিয়ার নতুন ৫জি ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল সিমের (ন্যানো) পাশাপাশি eSIM- এর সাপোর্ট রয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোনে। এর ওজন প্রায় ১৯০ গ্রাম। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.১, NFC কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে এই ফোনে। আর রয়েছে ৩।৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে নোকিয়ার এই ৫জি ফোনে চার্জ দেওয়া সম্ভব।
সূত্র: bengali.abplive
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।