জুমবাংলা ডেস্ক : জয়পুরহাটে পুরানাপৈল রেলগেট এলাকায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসন থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ জানান, ট্রেনের ধাক্কায় নিহত বাস যাত্রীরা হলেন- সারোয়ার হোসেন বাবু (৩২), আরিফুর রহমান রাব্বি (৩৪), রমজান আলী (৩৮) , সাজু মিয়া (২৮), শফিকুল ইসলাম বাবু (৩৫), আবুল লতিফ (২৭), সুমন (১২), মঞ্জুরুল ইসলাম নাসিম (২৪), রেজাউল করিম রেজা (৪৩), সাইদুল ইসলাম (৩৪), জুলহাস উদ্দিন (২৫) ও জিয়াউর রহমান (১৯)।
এ ঘটনায় রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে আহ্বায়ক ও বিভাগীয় যন্ত্র প্রকৌশলী আশিস কুমার, বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম ও বিভাগীয় মেডিকেল অফিসার শাকিল আহমেদকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে গেটম্যানের দায়িত্বে অবহেলা পাওয়ায় রহমান ও মঞ্জুরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ।
অপরদিকে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. রেজা হাসানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।