জুমবাংলা ডেস্ক: ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেই মৃত্যুর কোলে ঢেলে পড়লেন চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এফ কে বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ ইব্রাহীম নঈমীর (৫৯)। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তার মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মাদ্রাসার কাজে অধ্যক্ষ নঈমী তার কয়েকজন সহকর্মীসহ ঢাকা মাদ্রাসার বোর্ডে গিয়েছিলেন। সেখানে কাজ শেষ করে বুধবার বিকেলে তিনি চট্টগ্রাম ফেরার জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এর কিছুক্ষণ পরে তিনি ট্রেনের সিটেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গহিরা এফ কে বহুমুখী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল মনওয়ার চৌধুরী বলেন, হুজুরের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে। জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।