মাহবুব কবির মিলন: রেলে ট্রেনে করে ক্যাশ টাকা নিয়েই বেতন ভাতা, পেনশন দিয়ে আসা হয়। ১৮৯০ সাল থেকেই এমন হয়ে আসছে। মজার বিষয় হচ্ছে, এতদিন তা জনসমক্ষে আসেনি, এখন লক ডাউনের সময় নগদ টাকা নিয়ে দুই চার বগির ট্রেন চলাচল দেখলেই সবার নজরে পড়ে যাচ্ছে তা এবং খবরে পরিণত হচ্ছে।
শুধুমাত্র পুর্বাঞ্চল, চট্টগ্রাম ডিভিশনে রেলের সকল কর্মকর্তা কর্মচারিদের বেতন বর্তমানে নগদের পরিবর্তে ব্যাংকের একাউন্টে পাঠিয়ে দেয়া হচ্ছে। বহু চেষ্টা আর সাধনার ফসল ঘরে তুলতে পেরেছে পূর্বাঞ্চল ফিন্যান্স এন্ড একাউন্টস বিভাগ। তারা প্রায় ২৭ হাজার পেনশন গ্রহিতাদের মধ্যে এই মাসে ইএফটির মাধ্যমে পেনশন দিয়েছে প্রায় ৩৮০০ জনের। ডাটা এন্ট্রি হয়ে গেছে প্রায় ৫৫০০ জনের। সামনে তারাও পেনশন ইএফটির মাধ্যে পেয়ে যাবেন। ডাটা এন্ট্রির কাজ একটা বিশাল কর্মযজ্ঞ। আগামি ডিসেম্বরের মধ্যেই পূর্বাঞ্চলের অবশিষ্ট পেনশন গ্রহীতারা ইএফটির মাধ্যমে পেনশন তুলতে পারবেন ইনশাআল্লাহ।
ঢাকা চট্টগ্রাম ডিভিশনে প্রায় ৮৪ জন কর্মকর্তার বেতন ইএফটির মাধ্যমে দেয়া হচ্ছে। বাকিদের কাজ শেষ হবে দ্রুত।
একই কাজ শুরু করতে পারেনি ঢাকা ডিভিশন (কয়েকজন কর্মকর্তার ইএফটির মাধ্যমে বেতন ভাতা ছাড়া) এবং সমগ্র পশ্চিমাঞ্চল। সকলের বেতন ভাতা নগদে প্রদান করা হচ্ছে। এ জন্যই লক ডাউনের ভিতরেও দুই চার বগীর রেক চালাতে হচ্ছে রেলকে, বিভিন্ন পয়েন্টে নগদ টাকা পৌঁছে দেয়ার জন্য।
পূর্বাঞ্চলের কাছে আইডিয়া নিয়ে অতি দ্রুত রেলের সকল কর্মকর্তা এবং কর্মচারির ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফারের ব্যবস্থা করা যায়। এর সাথে ইএফটির চালুর কাজ পাশাপাশি করা যায়, যেমন করছে চট্টগ্রাম ডিভিশন।
ঢাকা ডিভিশন এবং পশ্চিমাঞ্চলকে অতি দ্রুত কাজটি শুরু করতে হবে। যেহেতু চট্টগ্রাম ডিভিশনের উদাহরণ হাতেই আছে, কাজেই শুধু সদিচ্ছা থাকলেই তা শুরু করা যাবে।
অর্থ বিভাগ হতে ইএফটির উপর একটি প্রশিক্ষণের আয়োজন করতে হবে পশ্চিমাঞ্চলকে। এটাও করা যাবে অতি সহজেই। বাজেটের অতিরিক্ত সচিব আমার ব্যাচমেট। পশ্চিমাঞ্চলের জিএম আমার ব্যাচমেট। পূর্বাঞ্চলের এফএ এন্ড সিএও আমার ব্যাচমেট। কাজেই সমন্বয়ের দায়িত্ব অবশ্যই নেয়া যায়।
শুধু করোনা বিদায়ের অপেক্ষা। আল্লাহ ভরসা।
মাহবুব কবির মিলন: অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।