জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলি বাজারে বুদ্ধি প্রতিবন্ধী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পল্লব কুমার রবিদাস (১৯) ও বাবুল রবিদাস (৫২) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে হিলি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক বাবুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শীবধারী রবিদাসের ছেলে ও পল্লব কুমার একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রেম কুমার রবিদাসের ছেলে। তারা দুজনেই হিলি বাজারে দীর্ঘদিন থেকে সেলুন ও নাপিতের কাজ করে আসছিলেন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় পল্লব ও বাবুল মিলে উপজেলার হিলি বাজারের জনৈক ব্যক্তির শিশু কন্যা (৮) কে বাজারের গোস্তাটির টয়লেটে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলমকে ধষিতার মা লিখিতভাবে অবগত করেন। পরে উপজেলা নিবার্হী অফিসার হাকিমপুর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবগত করলে দুই ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে ওই শিশুকে মেডিক্যাল পরীক্ষার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধষির্তার মা বাদি হয়ে হাকিমপুর থানায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।