ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে মা-মেয়ে ও হরিপুর উপজেলায় বজ্রপাতে যুবকের মৃত্যু হয়।

তারা হলেন- উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫), তার মেয়ে সাথী আক্তার (১৪) এবং হরিপুর উপজেলার জাদুরানী পশ্চিম কলেজপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে আব্দুল আলিম।

মেরিনা বেগমের স্বামী মো. সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় বৃষ্টি এলে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, দুপুরে মাঠে কাজ করছিল আব্দুল আলিম। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদাবাজির ফাইলপত্রসহ আওয়ামী লীগ নেতার ভাগ্নে আটক