ঠাকুরগাঁওয়ে সরকারি জমিতে জোরপূর্বক বাড়ি করলেন আ.লীগ নেতা

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব পৌর শহরের চৌরাস্তা হাটের (ঢাকাইয়াপট্টি) পেরিফেরিভুক্ত সরকারি জমি দখল করে দলীয় প্রভাব খাটিয়ে ছয় তলা বাড়ি নির্মাণ করছেন। এর বিরোধিতা করে স্থানীয়দের পক্ষে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করলেও তা চার বছর ধামাচাপা দিয়ে রেখেছেন ওই নেতা।

পীরগঞ্জ পৌর শহরের চৌরাস্তা হাটের পেরিফেরিভুক্ত সরকারি জমিতে ২০২১ সালে ছয় তলা বাড়ি নির্মাণ শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব।

তখন স্থানীয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী এর বিরোধিতা করে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন। ভূমি মন্ত্রণালয় নির্মাণকাজ বন্ধপূর্বক সাত কার্যদিবসের মধ্যে উচ্ছেদের ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসককে চিঠি দেয়। আওয়ামী লীগ নেতা বিপ্লব দলীয় প্রভাব খাটিয়ে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখেন।

কিছু দিন পর খয়রাত আলী আবারো ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেন। জেলা প্রশাসককে আবারো তাগাদাপত্র দেয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি।

এরই মধ্যে বাড়ি নির্মাণ করে ফেলেছেন বিপ্লব। ৫ আগস্টের পর এ বিষয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানা গেছে।

এদিকে পৌর দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ওই বাড়ি নির্মাণে কোনো প্ল্যান পাস করা হয়নি। প্রভাব খাটিয়ে বাড়ি করা হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক বলেন, ওই বাড়ির কোনো প্ল্যান অনুমোদন করেনি পৌরসভা। কাজ বন্ধ করার জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বলেছিলেন, কিন্তু কাজ হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রমিজ আলম বলেন, হাটের জমির ওপর একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ব্যবস্থা নেবো।

এদিকে বিপ্লব পলাতক থাকায় এ বিষয়ে তার মতামত নেওয়া সম্ভব হয়নি। তবে তার ম্যানেজার তামিম জানান, জায়গাটা সরকারি হলেও তাদের দখলেই আছে। তাই বাড়ি করেছেন।