জুমবাংলা ডেস্ক: অতি ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে গোপনে অনেক মানুষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রবেশ করায় উপজেলাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর ইউএনবি’র।
শুক্রবার থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে শনিবার জানিয়েছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম।
তিনি বলেন, গত কয়েক দিনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কর্মজীবী অনেক মানুষ এ উপজেলায় নিজ বাড়িতে এসেছেন। তাই করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জরুরি সভা করে ১৪ দিনের জন্য হরিপুরকে লকডাউন করা হয়েছে। ২৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তাছাড়া ইতোমধ্যে যারা অন্য জেলা থেকে এসেছেন তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, লকডাউন চলমান থাকায় অন্য উপজেলার মানুষ যাতে এ উপজেলায় প্রবেশ করতে না পারেন এবং এ উপজেলার মানুষ যাতে অন্য উপজেলায় যেতে না পারেন সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।